শতবর্ষের ঐতিহ্য সোনালি আঁশ

আহমদ আল হুসাইন
Published : 21 Sept 2014, 09:06 AM
Updated : 21 Sept 2014, 09:06 AM

বাংলার শতবর্ষের ঐতিহ্য সোনালি আঁশ পাট। ছোটোবেলায় আমরা সবাই 'সোনালি আঁশ -পাট' নিয়ে রচনা পড়েছি, লিখেছি । অনেকে এখন এই সোনালি আঁশের কথা ভুলতেও বসেছি । আর বর্তমান প্রজন্মকে পাট গাছ চিনতে হয় বইয়ের পাতা থেকে। ছবি দেখে ।

ছবিটি গত জুলাই মাসে নাটোরের হালতি বিল থেকে তুলেছিলাম ।