মুন্সিগঞ্জের এক আলু চাষির কথা

আহমদ আল হুসাইন
Published : 22 Sept 2014, 07:04 PM
Updated : 22 Sept 2014, 07:04 PM

দেশের বৃহত্তম আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জ । দেশের আলুর চাহিদার একটি বড় অংশ পূরণ হয় এই মুন্সিগঞ্জ থেকেই। কৃষকরা ডালি ভর্তি করে মাঠ থেকে আলু নিয়ে যাচ্ছেন বাড়িতে । মাঠে যাওয়ার সময় এবং আলু নিয়ে মাঠ থেকে ফেরার সময় তারা সারিবদ্ধ ভাবেই যান । এই দৃশ্য যে কোন আগন্তুকের দৃষ্টি আটকাবেই ।

আমরা যখন ছবি তোলার জন্য তাদের দিকে ক্যামেরা তাক করলাম , দুই জন মাথায় আলু ভর্তি ডালি নিয়েই রীতিমত দাঁড়িয়ে গেলেন।

"আমগো কথা পেপারে লেইখ্যেন, এবার ফলন ভালো নাই"।

মুন্সিগঞ্জে আমরা ঘুরতে গিয়েছিলাম আর আমরা তো পত্রিকার লোক ছিলাম না । তাই তাদের কথা পত্রিকায় লেখার সাধ্য আমাদের ছিল না । আজ ব্লগে তাদের কথা একটু লিখলাম।

ছবিটি মুন্সিগঞ্জের লৌহজং থেকে মোবাইলে তুলেছিলাম।