৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসে’ আরেক নূর হোসেন

আহমদ আল হুসাইন
Published : 5 Jan 2015, 03:21 PM
Updated : 5 Jan 2015, 03:21 PM

১৯৯০ সালে তৎকালীন স্বৈরাচার এরশাদ সমকারের আমলে  বুকে পিঠে " গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক'" স্লোগান লিখে মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন নুর হোসেন । সোমবার সকাল সোয়া নয়টার দিকে নয়াপল্টনের একটি গলি থেকে হঠাৎ বিএনপি কার্যালয়ের সামনে এসে দাঁড়ান দেলোয়ার নামে ওই শারীরিক প্রতিবন্ধী। তার বুকে ও পিঠে লেখা ছিল 'গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক' স্লোগান। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে ধরে নিয়ে যায়।