মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ। ঈদের আনন্দের সাথে তোমাদের দেওয়া এই খুশির খবর আমাদের আনন্দ আরও বহুগুন বাড়িয়ে দিয়েছে। তোমাদের এই সাফল্যে দেশবাসী গর্বিত।
বাংলাদেশের মেয়েরা প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮ ওভারে ৬২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলংকা বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত বলিং ও ফিল্ডিং এর ফলে মাত্র ৫৭ রান করে ১৯.৪ বলে অলআউট হয়। বাংলাদেশ ৫ রানে জয়ী হয়।
বাংলাদেশের সালমা ম্যন অব দ্যা ম্যাচ হন।
সাবাস আমাদের মেয়েরা । আশা করি তোমরা চ্যম্পিয়ান হবে।
মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
ক্যাটেগরিঃ খেলাধূলা
নীলকন্ঠ জয় বলেছেনঃ
অভিনন্দন ! বাংলার টাইগারদের । এগিয়ে যাও । আশা করি তোমরা চ্যম্পিয়ান হবেই হবে।
ধন্যবাদ লেখক।ভালো থাকুন।
শাহাবুদ্দিন শুভ বলেছেনঃ
আপনিও ভাল থাকুন।
ঢাকাইয়া৯৪ বলেছেনঃ
আসলে বাঙালি মাত্রই মেধাবি পরিশ্রমী আত্মপ্রত্যয়ই… মেয়েরা সে প্রমান দিল
নুরুন্নাহার শিরীন বলেছেনঃ
থ্রি চিয়ার্স মহিলা টি টোয়েন্টি !! আমরা গর্বিত। তোমাদের জানাই উষ্ণ অভিনন্দন। এ নিশ্চয় ঈদের আনন্দের সঙ্গেই বাড়তি আনন্দ। শুভ, অনেক ধন্যবাদ এই সুসংবাদ পোস্ট করার জন্য। 🙂 🙂 🙂