হায়! স্বদেশ তুমি কোন দিকে যাচ্ছ?

নিভৃত নিলয়ে
Published : 12 April 2012, 07:41 AM
Updated : 12 April 2012, 07:41 AM

অদ্ভুত এক উটের (নৌকার) পিঠে (মাঝে) চড়েছে স্বদেশ …….।

বড় অদ্ভুত এক সময় পর করছি আমরা , চারদিকে আইন শৃঙ্খলার চরম অবনতি – নেশার টাকা যোগাতে স্কুলগামী মেধাবী শিক্ষার্থীকে খুন করে ইটের ভাটায় পুড়ানো হয় লাশ, শিক্ষক নামের নরপিশাচ দ্বারা ধর্ষিত হয় স্নিগ্ধ কোমলমতি স্কুলছাত্রী, পরম নির্ভর যোগ্য মায়ের পরকীয়া প্রেমের বলি হয় কচি শিশু, বাবার চোখের সামনেই ধর্ষিত হয় আদরের মেয়ে, স্বীয় ফ্লাটে খুন হওয়া সাংবাদিক দম্পত্তির খুনীদের গ্রেফতার করতে মহান মন্ত্রীর ঘোষিত 24 ঘণ্টা সময়সীমা কবে কতদিনে শেষ হবে কেউ জানেনা, মায়ের হাত ধরে স্কুলগামী শিক্ষার্থীকে মরতে হয় বাসের চাকায় পৃষ্ঠ হয়ে, আইনের রক্ষকরা আজ অবতীর্ণ ভক্ষকের ভূমিকায়, ট্রাফিক জ্যামে বসে থাকার ধৈর্য ধারণ করতে করতে আমরা আজ পুঙ্গু ও বধির, দ্রব্যমূল্যের উদ্ধ গতি যখন পাগলা ঘোড়ার লাগাম হয়ে আমাদের কণ্ঠ মূলে চেপে ধরেছে " ম্যানিলা রোপ " হয়ে, সবক্ষেত্রের দায়িত্বশীল ব্যাক্তিদের দায়িত্বজ্ঞানহীন কথাবার্তায় আমরা যখন হতাশার অতল গহবরে ….।

তখন আমাদের সবার সামনে উন্মোচিত হল আমাদের আরো এক নব্য দায়িত্বপ্রাপ্ত গুণধর মন্ত্রী মহোদয়ের এ পি এস এর " নিশুতি রাতে টাকার খেল " নামক এক নিশি নাট্য। যদিও নাটকের ব্যর্থতার দায়ভার নায়কের ঘাড়ে চাপিয়ে পরিচালক দায়মুক্তির বক্তব্য দিয়ে প্রযোজকের নজরে থাকার চেষ্টায় চেষ্টারত ।

কিন্তু আমরা আর কত এমন দায়সারা আর নিজের সাফাই গাওয়ার গীত শুনবো ? আর কত ? আর কত আমাদের শুনতে হবে যে ..।

* সড়ক দুর্ঘটনায় কারো মৃত্যু ঘটিলে কেও দায়ী নহে , তাহা কেবলই দুর্ঘটনা বলিয়া গন্য হইবে ।
…………………….। .। .।
*কাহারো বাসার নিরাপত্তা বিধান করা আমাদের কর্ম নহে ।
…………………………………………………। .। .।
* আমার এ পি এস কোথায় কোন অপকর্ম করিয়া বেড়াইতেছে তাহা দেখিয়া রাখা আমার কর্ম নহে ।
……………………। .। .।
আমাদের এই ছোট্ট সুন্দর দেশটার পরিচালনার দায়িত্বে নিয়োজিত ব্যাক্তিদের এইসব দায়িত্বজ্ঞানহীন কথাবার্তায় আজ মনে প্রশ্ন হায় ! স্বদেশ তোমার গন্তব্য কোথায় ? তুমি কোন দিকে যাচ্ছ ???