বাংলাদেশি নাগরিক বলেই শিরশ্ছেদ [অডিও পডকাস্ট]

একরামুল হক শামীম
Published : 9 Oct 2011, 05:32 PM
Updated : 9 Oct 2011, 05:32 PM

'সৌদি সরকার শিরশ্ছেদ বলে যে ইসলামী আইন দেখাচ্ছে সেটা প্রকৃতপক্ষে সব দেশের জন্য প্রযোজ্য নয়। ২০০৩ সালে বৃটিশ কানাডিয়ান পাসপোর্টের জন্য রেহাই পেয়েছিলেন একজন। কেবল রেহাই মেলে না বাংলাদেশী বা সোমালিয়ান বা ফিলিপাইনের মত দরিদ্র দেশের মানুষের।' বলেছেন জনপ্রিয় ব্লগার একরামুল হক শামীম।

– ব্লগ টিম