মোবাইল ফোনের বিল এবং BTRC-র ভূমিকা

পথহারা পথিক
Published : 17 Sept 2012, 03:59 PM
Updated : 17 Sept 2012, 03:59 PM

কিছুদিন আগে মোবাইল ফোনের বিলিং এর ক্ষেত্রে BTRC সকল কলের ক্ষেত্রে ১০ সেকেন্ড পালস এর আদেশ দেয়। এই খবরে আমার মতো গ্রাহকরা কিছুটা আশার আলো দেখেছিলাম । মনে করেছিলাম এর মাধ্যমে মোবাইল কোম্পানী গুলোর স্বেচ্ছাচারীতার কিছুটা অবসান হবে। কিন্তু না, সে আশায় গুড়ে বালি। কোম্পানীগুলো আদেশ মেনে ১০ সেকেন্ড পালস নির্ধারন করেছে ঠিকই, একই সাথে তারা প্রতি মিনিটে তাদের কল রেট বাড়িয়ে দিয়েছে। কেননা , কল রেট সম্পর্কে কোন নির্দেশনা (সম্ভবত) ছিল না। যার সুযোগ তারা নিয়েছে। ফলে পালসের মাধ্যমে গ্রাহকদের যে সাশ্রয় হচ্ছে, কল রেট বৃ্দ্ধির জন্য তার চেয়ে বেশী ব্যয় হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই। কেননা আমার ক্ষেত্রে এটাই ঘটছে। আমার এয়ারটেল মোবাইলে আগে বিল কাটতো ৯১ পয়সা/মিনিট (ভ্যাট সহ), কিন্তু এখন কাটছে ১টাকা ১০ পয়সা/ মিনিট। তাহলে আমার লাভ হলো কোথায়?

তাহলে কি BTRC গ্রাহকর স্বাথের কথা বলে কোম্পানীর সুবিধার জন্য কাজ করছে?