৩৩তম বিসিএস-এর লিখিত পরীক্ষা স্থগিত

পথহারা পথিক
Published : 9 Oct 2012, 10:27 AM
Updated : 9 Oct 2012, 10:27 AM

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ৩৩তম বিসিএস-এর লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব। কয়েক লক্ষ টাকায় তা বিক্রির কথা শোনা যাচ্ছিলো।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন বলেন, "অনিবার্য কারণবশত ৭ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় ৩৩তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।"


বিডিনিউজ


পিএসসি

ব্যাপক হারে ঘটনাটা ছড়িয়ে পড়ার কারনে পিএসসি এইবার বাধ্য হয়েছে পরীক্ষা স্থগিত করতে। অবশ্য এর মধ্যেই হয়তোবা কোটি কোটি টাকার বাণিজ্য হয়ে গেছে। আর স্থগিত হওয়াতেই যে সবকিছুর সমাধান হয়ে গিয়েছে বা হয়ে যাবে তার নিশ্চয়তা কি? আবার নতুন প্রশ্নপত্রও যে ফাঁস হবেনা, তারইবা কি গ্যারান্টি আছে? তাছারা প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের কি আদৌ কি কিছু হবে?