যে দেশে বাল্যবিবাহ হয় হেলিকপ্টারে চড়ে!

আমিনুল ইসলাম সজীব
Published : 9 June 2012, 00:50 AM
Updated : 9 June 2012, 00:50 AM

লেখায় ঢঙ যোগানোর জন্য শিরোনাম এভাবে লেখা হয়নি। আমরা সবাই জানি বাংলাদেশে ১৮ বছর বয়সের নিচে কোনো মেয়ের বিবাহ বাল্যবিবাহের অন্তর্ভূক্ত যা আইন দ্বারা নিষিদ্ধ। অথচ আজ প্রথম আলোয় আসা খবরটি যদি সত্যি হয়, তাহলে গতকাল কড়া পুলিশ পাহারায় হেলিকপ্টারে চড়ে ক্লাস এইটে পড়া মেয়ের বাল্যবিবাহ সম্পন্ন হলো।

পুরো সংবাদ পড়ে জানতে পারলাম অভিভাবক দুই পক্ষ বলছেন, "বর-কনে" একে অপরকে পছন্দ করেন বলে এখন আনুষ্ঠানিকতাটা শেষ হয়েছে। মূল বিয়ে পরে হবে। অথচ একই সংবাদে বলা হচ্ছে এই বিয়ে আরও তিনমাস আগেই সম্পন্ন হয়ে গেছে। এখন আনুষ্ঠানিকতাটা শেষ হলো মাত্র। অর্থাৎ, আইনি ঝামেলা এড়ানোর জন্য ঠিক উল্টোটা বলেছেন বর-কনের বাবা-মা।

তো সবশেষে ঘটনা যেটা দাঁড়ালো, তা হলো আমরা এমন এক দেশে বাস করছি যেখানে বাল্যবিবাহের মতো আইন বহির্ভূত কর্মকাণ্ড লুকিয়ে লুকিয়ে নয়, বরং হেলিকপ্টার দিয়ে করা হয়।