মিষ্টির শিরা দিয়ে তৈরী করা হচ্ছে জিলাপি ও মিষ্টান্ন খাদ্য

আজগর সালেহী আরমান
Published : 17 Nov 2011, 03:01 AM
Updated : 17 Nov 2011, 03:01 AM

চট্টগ্রামের বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেল মিষ্টির বাসি শিরা দিয়ে তৈরী করা হচ্ছে জিলাপী, মিধানাসহ মিষ্টান্ন খাদ্যদ্রব্য। যা খেয়ে নিন্মতলার অসহায় লোকদের সৃষ্টি হচ্ছে রোগ। এব্যপারে বাজার পরিদর্শনকারী স্যানিটেশন ইন্সপেক্টরদের ভূমিকা রহস্য জনক। এভাবে চলতে থাকলে সরকারের বহুমূখী স্বাস্থ্য কর্মসূচী ভেস্তে যেতে বেশী সময় লাগবেনা। তাই সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনজর অতি প্রয়োজন বলে মনে করেন সচেতন জনগণ।