কী কথা জাগে মনে?

আকিল জামান খান (ইনু)
Published : 7 May 2015, 08:40 PM
Updated : 7 May 2015, 08:40 PM

পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমকালীন মহান ভি, সি মহোদয়গনের মহান মুখ খানি ,আপনার নয়ন সন্মুখে ভাসিয়া উঠিলে আপনার অনুভূতি নীচের কোনটি ?

ক) দালাল।

খ) মেরুদণ্ড হীন ।

গ) দুর্নীতি গুরু ।

ঘ) উত্তম তৈল মর্দক( জায়গা মত) ।

ঙ) রাজনৈতিক দলের মধ্যম সারির নেতা( হাজার হইলেও শিক্ষক মানুষ প্রথম সারির নেতা হওয়ার মত নিম্নমান!!)

চ) প্রকৃত সরকারী দলীয় ছাত্র নেতা !

ছ) উপরের সব কয়টি ।

সঠিক উত্তরে টিক চিহ্ন দিন , কেবল ভুল উত্তরে পূর্ণ নম্বর( ভুল উত্তর দেয়া সম্ভব নয় বিধায় !)

প্রশ্ন ২ঃ পাবলিক বিশ্ববিদ্যালয় নাম স্মরণে আসিলে আপনার মনে যে ভাবের উদয় হয় ?

ক) আতঙ্ক ।

খ) সরকারী অর্থে পালিত শিক্ষক নামধারী দের রাজনীতি চর্চার ক্লাব ।

গ) জনগনের অর্থে অচল ,অকার্যকর ডিগ্রী প্রদান কেন্দ্র ।

ঘ) যথাযথ পদ্ধতিতে উলঙ্গ করন শিক্ষাদাণ কেন্দ্র ( নারী পুরুষ উভয়কেই, স্মরণ করুন )।

ঙ ) জনগনের অর্থে ভবিষ্যৎ নেতৃত্বের নামে ভবিষ্যৎ লুটেরা তৈরির প্রকল্প ।

চ) যেখানে গবেষণা আর গরু রচনা বর্তমানে সমার্থক ।

ছ) উপরের সব কয়টি ও শেষ হইয়াও হইল না শেষ ।

সঠিক উত্তরে টিক চিহ্ন দিন তবে যদি মনে হয় এতেও সব ভাব প্রকাশিত হয় নাই তবে টিক দেয়া হইতে বিরত থাকুন ।

দয়া করিয়া আমার কাছে উত্তর জানিতে চাহিবেন না, নকল কোন শাস্তি যোগ্য অপরাধ নয় । না জানিলে উত্তর আশেপাশে টুকলি করুন । যদি আপনার ঘোড়া থাকে তবে নিকটবর্তী পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়া যান , যে উত্তর ই দিবেন আপনার ঘোড়ার জন্য ডঃ মানে ডক্টরেট নিশ্চিত , চাই কি শিক্ষক নিয়োগ ও জুটিয়া যাইতে পারে !