শতাব্দীর মহা খাদক আমিঃ বেকুব এ বহমান

আকিল জামান খান (ইনু)
Published : 25 May 2015, 01:51 PM
Updated : 25 May 2015, 01:51 PM


প্রিয় দেশবাসী , 
আস-সালামুয়ালাইকুম, আশাকরি আপনারা আমার ইতি বৃতান্ত সবি জানেন। দীর্ঘদিন এর ক্ষুধা নিয়া , নিরুপায় হইয়া আজ আমি জাতির সামনে হাজির হইয়াছি । 
আজ , বলিতে লজ্জা নাই, ছোট কাল হইতেই আমার বিপুল ক্ষুধা । কিন্তু কিঞ্চিৎ নীতিনিষ্ঠ বাবা আর তাঁর অবর্তমানে কড়া মেজাজের মায়ের কারনে আমি কখনই উদর পূর্তি করিয়া খাইতে পারি নাই। 
২০০১ এ এই বংগ দেশ আচানক আমার স্বর্গীয় পিতার তালুকে পরিনত হওয়ায়, আমি স্বঘোষিত যুবরাজ সাজিয়া বিপুল বিক্রমে খাইতে শুরু করি । অতপর ঃ
খাইতে, খাইতে —

——————–

খাইতে, খাইতে, খাইতে —-
আমি কখন জানি আমার স্বর্গীয় পিতা প্রতিষ্ঠিত বি , এন , পি নামক দলটি ও খাইয়া ফালাইয়াছি !!!
বিপুল ক্ষুধার কারনে নিজের দলই খাইয়া ফেলিতেছি টের ও পাই নাই !
তাই,আজ হাজার চোখের জলেও আমার জননী রাস্তায় পাবলিক নামাইতে পারেন না।
এখন বি,এন।পি নামক দলে, আছি কেবল আমি আর আমার মৌ- দুধ মামু !
ও ও ও মামুউউউউউ কোলে নাও আমায় ——-
কি করিব ? আমার তো কেবলি ক্ষুধা পায়? ইচ্ছা করে বংগ দেশ টারেই খাইয়া ———- শেষ বাংলাদেশ করিয়া, পিতার আদর্শ চির স্থায়ী করি ।
ইতি,
আপনাদের উত্তম-অধম এর ভয়ে নির্বাসিত ,
বেকুব এ বহমান ।