প্রাইভেট ডিগ্রি (পাস) ভর্তির সময় শেষ আজ: ভোগান্তি ভর্তিচ্ছুদের

নিঃসঙ্গ গাঙচিল
Published : 9 Dec 2012, 05:45 AM
Updated : 9 Dec 2012, 05:45 AM

আজ জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনস্থ প্রাইভেট ডিগ্রি (পাস)-তে ভর্তির শেষদিন। অবরোধের জন্য অনেকের স্বপ্ন একবছর পিছালো।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাইভেট ডিগ্রি (পাস)-তে ভর্তির শেষ তারিখ ০৯/১২/১২ ইং। অনেকেই ভর্তির কাজটি শেষ দিনে করার কথা ভাবলেও সারাদেশে বি এন পি ও অন্যান্য দলের নির্দলীয় সরকার দাবিতে আট ঘন্টা সড়ক অবরোধের কারণে তা সম্ভব হবেনা। স্বপ্ন পিছিয়ে যাবে আরও একটি বছর কিংবা আদৌ পুরণই হবেনা অনেকের এমন কথাই বলেছে সখিপুরের বেশ কয়েকজন ভর্তিচ্ছুরা। তাদের দাবি, সময় অন্তত একটা দিন পিছানো হোক। যেসব ছাত্র-ছাত্রী সঙ্গত কারনে লেখাপড়ায় বিরতি টেনেছিলো, তারা নিজেদের সুপ্ত ইচ্ছা পুরণ করার সুযোগ পাবে এমনটি আশা করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আছে তারা, অপেক্ষায় আছে একটা দিন সময় বৃদ্ধির জন্য।