বাংলাদেশের আয়তন নয়, ক্ষেত্রফল

নিঃসঙ্গ গাঙচিল
Published : 10 Dec 2012, 06:09 AM
Updated : 10 Dec 2012, 06:09 AM

১,৪৭,০০০ বর্গ কিলোমিটারের বাংলাদেশ!
কথাটা সবাই জানি।
জানিনা শুধু এই-
১,৪৭,০০০ বর্গ কিলোমিটার আয়তনের নয়, ১,৪৭,০০০ বর্গ কিলোমিটার ক্ষেত্রফলের বাংলাদেশ।
এই ক্ষেত্রে দুটি কথা :
১। ইংরেজীতে ব্যবহৃত 1,47,000 square kilometer area of Bangladesh,
আর area শব্দের অর্থ হলো ক্ষেত্রফল। অপরদিকে আয়তন শব্দের ইংরেজী রূপ volume
ইংরেজীতে ভুল করে volume না লিখে area লিখলেও বাংলা পন্ডিতেরা ভুল করতে ভুল করেননি।
২। ক্ষেত্রফলের একক বর্গ মিটার বা কিলোমিটার আর আয়তনের একক ঘন মিটার বা কিলোমিটার।
এক্ষেত্রে এককটা ক্ষেত্রফলের ব্যবহার করা হলেও কার্যত সেটাকে বলতেছি আয়তন।
কি ভুল! কি ভুল!!
আরেকটা কথা…………..
আয়তন পরিমাপ করতে হলে তিনটা মাত্রার প্রয়োজন হয় (যেমন, দৈর্ঘ্যxপ্রস্থxউচ্চতা),
যেখানে বাংলাদেশের মোট ভূমির পরিমান জানতে শুধুমাত্র দুইটি মাত্রা ব্যবহার করা হয়েছে (যেমন, দৈর্ঘ্যxপ্রস্থ)।
অথচ বলার ক্ষেত্রে/লেখার ক্ষেত্রে আয়তনই চালিয়ে যাচ্ছি নির্দ্বিধায়।
আমরা নাহয় মেনেই নিয়েছি,
পরবর্তী প্রজন্ম কি ভুল করেই বিনা প্রশ্নে করেই যাবে চিরাচরিত ভুল?
ওরা কি এটাই মেনে নেবে যে, এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া পৈত্রিক ভুল (যার ব্যবহার অতিশয় শুদ্ধের মতো)?