সরকারী কলেজে দুর্নীতির রূপরেখা : অতিরিক্ত টাকা দিলেই সম্ভব

নিঃসঙ্গ গাঙচিল
Published : 11 Dec 2012, 05:04 PM
Updated : 11 Dec 2012, 05:04 PM

জাতীয় বিশ্ব বিদ্যালয় অধিভুক্ত সরকারী কলেজে ছাত্র/ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করতেছে সরকারী কলেজের অফিস সহকারীরা।

জাতীয় বিশ্ব বিদ্যালয়ের বিজ্ঞপ্তি নং ০৬(১০১)জাতীঃবিঃ/রেজিঃ/অ্যাকাঃ/প্রাইভেট/২০০১/৩/৯৩৯৩ -এ প্রকাশিত ডিগ্রি (পাশ) প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ০৯/১২/২০১২। কিন্তু ০৮/১২/২০১২ তারিখে সরকারী আবুল হোসেন কলেজ, কাগমারী, টাংগাইল-এ প্রইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিষ্ট্রেশন করতে যাওয়া কয়েকজন শিক্ষার্থীকে রেজিষ্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। দেরিতে রেজিষ্ট্রেশন কেবলমাত্র ২০০০ (দুই হাজার) টাকা দিলেই সম্ভব বলে জানিয়েছে কলেজের অফিস সহকারীরা। এখনো মেয়াদ শেষ হয়নি বলে শেষ তারিখ ০৯/১২/২০১২ জানালে অফিস সহকারীরা যেখান থেকে করতে পারেন করেন বলে জবাব দিয়েছে। অত:পর তাদের কয়েকজন ২০০০ (দুই হাজার) টাকা দিয়েই রেজিষ্ট্রশন করেছে। যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফি ছিল ৩৫০ টাকা এবং কলেজ অফিস কর্তৃক গ্রহন করার নির্দেশনা ছিল ১৫০ টাকা। মোট (৩৫০+১৫০) ৫০০ (পাঁচশত) টাকা ফি এর স্থলে ২০০০ (দুই হাজার) টাকা কেন গ্রহন করা হলো এটাই কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা সাধারন ছাত্র/ছাত্রীদের।

অপরদিকে ভাওয়াল বদরে আলম সরকারী কলেজেও বেশি টাকা নিয়ে রেজিষ্ট্রশনের অভিযোগ পাওয়া গেছে।