অ আ’তে -লিখছি– “আশার আলো”

ইঞ্জি. মোঃ এলাহান উদ্দিন
Published : 16 April 2015, 02:52 PM
Updated : 16 April 2015, 02:52 PM

অর্থকষ্টে আজ আমার আনন্দগুলো আর্তনাদে অনুতিপ্ত ,আসলেই অনুপ্রেরণার অভাব।আজ আমি অভিশিপ্ত,অবহেলিত।আপনজন আর আপন আছে?আমার আখিঁ আজকে অশ্রু-সিক্ত। আমার আব্বা-আম্মুর আর্শীবাদ আছে।আশার আলো আসবেই। আইনস্ট্যান ,আব্রাহাম,অ্যারিস্টটল আজ আলোকিত।আমি অপেক্ষায় আছি।আমি অবাক ।অকস্মাৎ অনুষ্ঠানের আয়োজন। আজ অনুষ্ঠানে অতিথি আসল।অতিথিরা আমার অটোগ্রাফের আশায় অপেক্ষায় আছে।আমি আজ আনন্দে অশ্রসিক্ত।