মেডিকেলে ভর্তি: ভর্তি পরীক্ষা নাকি জিপিএ ভিত্তিতে!

আলমগীর/লক্ষ্মীপুর
Published : 2 Sept 2012, 03:01 PM
Updated : 2 Sept 2012, 03:01 PM

পূর্বের বছরগুলোতে মেডিকেলে ভর্তি সাধারণত ভর্তি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়েছিল । কিন্তু এ বছর জিপিএ এর ভিত্তিতে মেডিকেলে ভর্তির সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানায় সাধারণ শিক্ষার্থীরা। তাদের বক্তব্য, শহরের ধনীর সন্তানরা অধিক টাকা পয়সা খরচ করে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে ভর্তি পরীক্ষার জন্য ভালভাবে প্রস্তুতি নিতে পারে। এছাড়াও অনেকে পরীক্ষায় টাকার জোরে অসদুপায় অবলম্বন করে থাকে যা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সম্ভব নয়। তাই ভর্তি পরীক্ষা নয় জিপিএ ভিত্তিতেই মেডিকেলে ভর্তি করা উচিত। আমার বক্তব্য হচ্ছে, একজন শিক্ষার্থী দীর্ঘ ১২টি বছর কষ্ট করে পড়াশুনা করে। তাহলে তার যোগ্যতা মাত্র এক-দেড় ঘন্টার পরীক্ষার মাধ্যমে কিভাবে বিচার করা সম্ভব? সুতরাং আমার মতামত হচ্ছে মেডিকেলে ভর্তি জিপিএ ভিত্তিতেই হওয়া উচিত। আপনার মতামত কি?