হায়রে জাতীয় বিশ্ববিদ্যালয়!

আলমগীর/লক্ষ্মীপুর
Published : 9 Nov 2012, 05:09 PM
Updated : 9 Nov 2012, 05:09 PM

শুনলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের ২য় অনার্স দ্বিতীয় বর্ষের্ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত ০৬-১১-১২ইং তারিখে। শুনেই স্বস্তি পেলাম। গিয়ে বসলাম কম্পিউটারের সামনে। ইন্টারনেট কানেকশন দিয়ে ফলাফল পাওযার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট এ ঢোকার চেষ্টা করি কিন্তু একি! প্রতিবারে আসছে "সার্ভিস আনঅ্যাভ্যালএবল।" প্রতিবারেই একই বার্তা আসছে। পরে চেষ্টা করব স্থির করে অন্য কাজে চলে গেলাম। কিন্তু দু'তিন দিন পর চেষ্টা করেও একই বার্তা দেখতে পেলাম। পরে বড়দের সাথে আলাপ করে জানতে পারলাম যে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় এটার ওয়েব সাইটে কোন ফলাফল প্রকাশিত হলে ওয়েব সাইটটি কয়েকদিন দেখা যায় না। এমন সংবাদ শুনে মনে খুব দুৎখ পেলাম। কিন্ত পরে ভাবলাম যে বিশ্ববিদ্যালয়ে ৪ বছেরর কোর্স শেষ করতে ৬/৭ বছর লেগে যায় সে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে ফলাফল পেতে দু'চার দিন সময় লাগতেই পারে। প্রিয় পাঠক, আপনারা এ ব্যাপারটিকে কিভাবে নিচ্ছেন? পারলে মতামত দিবেন।— লেখক