বিরোধীদল ঠেকাতে ব্যস্ত পুলিশ দেশ জুড়ে অরাজকতা

আলমগীর/লক্ষ্মীপুর
Published : 13 Dec 2012, 03:25 PM
Updated : 13 Dec 2012, 03:25 PM

দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী এখন বিরোধীদলকে ঠেকাতেই ব্যস্ত। ফলে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। খুন-খারাপি আগের তুলনায় বেড়ে গেছে। চুরি ডাকাতি রাহাজানি আগের তুলনায় বেড়েছে কয়েক গুণ । প্রতি রাতেই দেশের যেকোন অঞ্চলে চুরি-ডাকাতির ঘটনা। এসব ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা না করে পুলিশ বিরোধীদলের আন্দোলন ঠেকাতে ব্যস্ত। দেশ জুড়ে এমন অরাজক পরিস্থিতিতে সরকারের মনে হচ্ছে কোন মাথাব্যথা নেই। দেশের অবস্থা যাইহোক না কেন মনে হচ্ছে সরকারের কিছু যায় আসে না। এতে করে জন নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়েছে। সরকারও বিরোধীদের দাবি দাওয়া মানছে না আর বিরোধীরাও আন্দোলনের পথ থেকে সরে আসছে না। ফলে জনগণের অবস্থা নাজেহাল। অনেকটা "পাটা-পুতায় পেশানো" মরিচের মতো।