তবে কি সাধারণ মানুষের কোন কোটা নেই?

আলমগীর/লক্ষ্মীপুর
Published : 25 Dec 2011, 05:48 AM
Updated : 25 Dec 2011, 05:48 AM

উন্নয়নশীল একটি দেশ বাংলাদেশ। পৃথিবীর অন্যান্য উন্নয়নশীলদেশ গুলো আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশ আজ পিছিয়ে যাচ্ছে। এর একটি মাত্র কারণ, বাংলাদেশ আজ দূনীতিতে ছেয়ে গেছে। আজ সরকারী অফিস আদালত মেধাশূন্য হয়ে গেছে। মেধাবীদের আজ কদর করা হয় না। চাকুরীক্ষেত্রে মুক্তিযোদ্ধাকোটা, আনসার ভিডিপি কোটা, মহিলা কোটা, রাজনৈতিক কোটা, আরো অন্যান্য কোটা। ফলে সাধারণ মানুষের জন্য আর কোন কোটা থাকে না। তাই বলে কি সাধারণ মানুষ চাকুরী পাবে না। এত ভাল পরীক্ষা দিলাম তবু চাকুরী হলো না। তবে আর কখনো চাকুরী পাব না। চাকুরী পেতে হলে কি আমাদের মুক্তিযোদ্ধার সন্তান হতে হবে? তাতো সম্ভব নয়। তাহলে কি রাজনীতি করতে হবে। তাহলে তাই করব। শিক্ষাদিক্ষা ছেড়ে শুধু রাজনীতিই করব। এতে পড়ালেখা ছাড়া সনদপত্র পাব এবং চাকুরী হবে। তাই আমরা সাধারণ ছাত্রদের অঙ্গীকার হবে দেশসেবা নয় রাজনৈতিকদের সেবা করতে হবে।