লক্ষ্মীপুরে সিএইচসিপি পদে নিয়োগপ্রাপ্তরা বেতন-ভাতা থেকে বঞ্চিত

আলমগীর/লক্ষ্মীপুর
Published : 2 March 2012, 02:13 PM
Updated : 2 March 2012, 02:13 PM

লক্ষ্মীপুর জেলায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে নিয়োগপ্রাপ্তদের একাংশ বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছে। জানা যায়, ২০১১ সালে সারাদেশে প্রায় ১৩৫০০ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগ দেয়ার কথা। এরই প্রেক্ষিতে লক্ষ্মীপুর জেলায় ১৯৮ জনকে নিয়োগ প্রদান করে। কিন্তু নিয়োগপ্রাপ্তদের মধ্যথেকে মাত্র ১১৪ জনকে করমস্থলে যোগদানের অনুমতি দেয়া হয়। বাকিদেরকে স্ব স্ব করমস্থলে যোগদান করার অনুমতি প্রদান করা হয় নাই। ফলে কর্মস্থলে যোগদান বঞ্চিতরা বেতন-ভাতা কিছুই পাচ্ছেন না। এদের অনেকেই বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে করমরত ছিল। কিন্তু চাকুরি হয়াতে তারা পূরবের চাকুরী ছেড়ে দেয়। নতুন চাকুরীতে কোন বেতন-ভাতা না পেয়ে এবং পূরবের চাকুরী হারিয়ে এখন তারা দিশেহারা হয়ে গেছে এবং মানবেতর জীবন যাপন করছে। তাই করমস্থলে যোগদান বঞ্চিত এসব লোকদের একটাই দাবি তাদেরকে স্ব স্ব কর্মস্থলে যোগদানের অনুমতি প্রদান করে এবং বেতন-ভাতাদি প্রদানের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।