আমরাও চাই নিরাপদ সড়ক

আলমগীর/লক্ষ্মীপুর
Published : 1 June 2012, 05:21 AM
Updated : 1 June 2012, 05:21 AM

"নিরাপদ সড়ক" দেশের বাংলার মানুষের প্রাণের দাবি। প্রতিদিন অহরহ ঘটছে দূর্ঘটনা;ঝরে যাচ্ছে অনেক তাজা প্রাণ। খালি হচ্ছে কত মায়ের কোল। হারিয়ে যাচ্ছে অনেক নামী মানুষ। কিন্তু কেন? ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর সরকার। বর্তমান সরকারের শুরু থেকে শুধু ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলছে কিন্তু আজ অবধি দেশের বিদ্যুত পরিস্থিতির কোন উন্নতি চোখে পড়ছে না। লোডশেডিং আগের ছেয়ে বেশিই হচ্ছে। সরকারের শুরু থেকেই পূর্বের বিভিন্ন মামলার বিচার নিয়ে ব্যস্ত আছে। অথচ বর্তমানে সংঘটিত বিভিন্ন অপরাধ কর্ম সম্পর্কে কোন ব্যবস্থাই নেওয়া হচ্ছেনা। তাই দেশের আইন শৃঙ্খলারও চরম অবনতি ঘটেছে। প্রতিদিন শুধু সড়ক দূর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। অথচ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কোন ব্যবস্থাই নিচ্ছে না সরকার। তাই নিরাপদ সড়কের দাবিতে আমরাও একমত পোষণ করছি।