যেভাবে পানামা খাল দিয়ে জাহাজ পার হয়

মোঃ আলাউদ্দীন ভুঁইয়া
Published : 1 July 2015, 05:53 AM
Updated : 1 July 2015, 05:53 AM

প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগকারী কৃত্রিম জলপথ পানামা খাল। পশ্চিম উপকূল থেকে পূর্বের উপকূল পর্যন্ত হিসাব করলে খালটির দৈর্ঘ্য ৬৫ কিলোমিটার (৪০ মাইল), কিন্তু আটলান্টিকের (আরও ঠিক করে বললে ক্যারিবীয় সাগরের) গভীর জল থেকে প্রশান্তের গভীর জল পর্যন্ত হিসাব করলে ৮২ কিলোমিটার (৫০ মাইল)। গভীরতা ১২.৫ মি. (৪১ ফিট)। এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জাহাজ চলাচলকারী কৃত্রিম খালের একটি, অন্যটি হচ্ছে সুয়েজ খাল। পানামা খাল না থাকলে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূল অভিমুখে যাত্রাকারী যেকোন জাহাজকে দক্ষিণ আমেরিকার কেইপ হর্ন হয়ে যাওয়ার মাধ্যমে অতিরিক্ত ১৫ হাজার কিলোমিটার (৮ হাজার নটিক্যাল মাইল) পথ অতিক্রম করতে হতো। এছাড়া উত্তর আমেরিকার এক দিকের উপকূল থেকে দক্ষিণ আমেরিকার অন্য দিকের উপকূলে যাওয়ার ক্ষেত্রেও পানামা খালের কারণে ৬৫০০ কিলোমিটার কম পথ পাড়ি দিতে হয়। ইউরোপ এবং পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে যাতায়াতকারী জাহাজেরও প্রায় ৩৫০০ কিলোমিটার পথ বেঁচে যায়।(উইকিপিডিয়া)

মূলত পানির উচ্চতা তারতম্যকরণের মাধ্যমে পানামা খালে জাহাজ প্রশান্ত থেকে আটলান্টিকে বা আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে স্থানান্তরিত করা হয়। কী সহজ-সরল এক প্রযুক্তি….অথচ ১০০ বছরেরও বেশি সময় ধরে দারুণভাবে কাজ করছে (ভিডিও দেখতে ক্লিক করুন)