খন্ড ভাবনাসব

এনামুল হক
Published : 18 August 2012, 05:54 AM
Updated : 18 August 2012, 05:54 AM

ডিসকভারিতে একটি দারুন প্রোগ্রাম চলছে-
আদিম মানুষের বসবাসের দৃশ্য। সকালে ডাক-ঢোল পিটিয়ে একদল শিকারে গিয়েই একটি বিরাট মহিশ শিকার করে বাড়ী ফিরছে, চারিদিকে কি উৎসব!!
একদল আবার বসেছে গতরাতের নিভু নিভু আগুনটাকে উত্তেজিত করতে, আরেকদল রওনা দিয়েছে পাশের ঝরণা থেকে পানি আনতে, পাড়াপ্রতিবেশি সবাই যোগ দিয়েছে বাদ্য-বাজিয়ে এক মহোৎসবে।

দারুন এক প্রোগ্রাম দেখে শেষ করলাম সভ্য জগতের আধুনিক এক মানুষ। আমি সভ্য মানুষ, কর্ম ব্যস্ততা শেষে সন্ধার পর টিভি রিমোট হাতে টিভির সামনে, স্ত্রী কলেজের পরীক্ষার খাতা দেখছে নিজ রুমে বসে, আম্মা বাসার কাজের মেয়েটিকে নিয়ে চরম উৎসাহে দেখছেন হিন্দি সিরিয়াল, আব্বাও যোগ দিয়েছেন তাদের সাথে, মাঝে মাঝে কাজের মেয়ে সবকিছু তাদের তরজমা করে দিচ্ছে, তিন ভাই প্রবাসে সপরিবার সুখস্বপ্নের সন্ধানে দীর্ঘদিন যাবৎ পরবাসী, কতোদিন দেখা হয় না তাদের সাথে।

ডিসকভারি চ্যানেলে অনুষ্টানটা শেষ হয়ে গেছে, হাস্যোজ্জ্বল আদিম একটি মানুষের ছবি টিভির স্ক্রিনে- কৌতুক করে আমায় যেনো বলছে-
"বিলাসিতায় সুখ নাইরে-অর্জনেই সুখ, অর্জনেই সুখ"

(একজন আদিম মানুষের মুখ আর আমি,১০/০৯/২০১২ইং)
ছবিসূত্র: আন্তঃজাল