আগুনে পোড়া রোগীর প্রাথমিক চিকিৎসা

এনামুল হক
Published : 3 Feb 2015, 06:04 PM
Updated : 3 Feb 2015, 06:04 PM

পেট্রোল বোমার আগুনে পোড়ার ভয়কে সঙ্গী করে প্রতিদিন চলছে আমাদের জীবন। জীবনকে সঁপে দিয়েছি নিয়তির কাছে, তাই নিজেদের প্রয়োজনেই আগুনে পোড়ার চিকিৎসা সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা অত্যাবশ্যকীয়। তথ্যগুলো জেনে রাখলে কিংবা অন্যকে জানাতে সাহায্য করলে বেঁচে যেতে পারে আপনার বা আরো কয়েকজনের মূল্যবান জীবন।

সামান্য ঝলসে বা পোড়ে গেলে কী করবেন?

**  শরীরের পোড়ে যাওয়া স্থানটি অপেক্ষাকৃত ঠাণ্ডা রাখুন, এতে ব্যথা এবং জ্বালা-পোড়া কিছুটা উপশম হবে। স্বাভাবিক তাপমাত্রার পানি প্রবাহে ১০ থেকে ১৫মিনিট রাখুন, এতে প্রদাহ অনেকখানি কমে আসবে।

** কোনো প্রকার অলংকার থাকলে তা সতর্কতার সহিত খুলে ফেলুন। অলংকার থাকলে তা চামড়ায় লেগে চামড়া উঠে গিয়ে সংক্রমণের সম্ভাবনা থাকবে।

** ফোসকা পড়লে তা ফাটানোর চেষ্টা করবেন না। যদি ফোসকা ফেটে যায় তবে তা পরিষ্কার পানি দিয়ে ধোয়ে বার্ণল বা বার্ণ ক্রিম বা এন্টিবায়োটিক ক্রিমের প্রলেপ দিয়ে রাখুন। পারলে তা ননস্টিকি গজ-ব্যান্ডেজ দিয়ে মুড়ে দিন।

** ময়েশ্চারাইজিং লোশন বা আলোভেরা লোশন/জেল বা লো-ডোজ হাইড্রোকর্টিসোন ক্রিম শরীরের পোড়া অংশে প্রলেপ দিয়ে রাখুন।

**ব্যথার জন্য নাপ্রোক্সেন/আইব্রোফেন বা এজাতীয় ঔষধ রোগীকে খাইয়ে দিন।

**টিটেনাস ভ্যাক্সিন না নেয়া থাকলে একটি ভ্যাক্সিন দেয়ার ব্যবস্থা করুন। পূর্বে দেয়া থাকলে প্রয়োজন নেই।

**ফোসকা বেশি এবং বড় হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

বেশি পোড়ে গেলে কি করবেন?
**রোগীকে দ্রুত হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করুন।

হাসপাতালে নেয়ার পূর্ব পর্যন্ত কিছু প্রাথমিক ব্যবস্থা নিতে পারেন, যেমনঃ

** রোগীর শরীর যাতে আর কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হয় যে দিকে খেয়াল রাখুন।
** শরীরের পোড়া অংশে যাতে কোনো প্রকার ময়লা, বালি বা সংক্রমণজাতীয় কিছু না লাগে সেদিকে খেয়াল রাখুন।
** শরীরের সাথে পোড়ে যাওয়া কাপড় তোলার চেষ্টা করবেন না।
** রোগীর শ্বাসপ্রশ্বাস নেয়া, কাশি দেয়া বা নড়াচড়া খেয়াল করুন। রোগী যাতে শকে না যায় সেদিকে নজর রাখতে হবে।
** শরীরে কোনো ধরনের জুয়েলারি বা অলংকার থাকলে তা খুব সতর্কতার সহিত দ্রুত সরিয়ে ফেলুন।
** কোনোভাবেই শরীরের অত্যধিক পুড়ে যাওয়া অংশে পানি লাগাবেন না। এতে শরীর তাপমাত্রা হারাবে (হাইপোথারমিয়া) বা ব্লাড-প্রেশার কমে গিয়ে রোগী শকে চলে যাবে।
** শরীরের পোড়া অংশ উপরে তোলে (রোগীর হৃৎপিণ্ডের উচ্চতায়) রাখতে হবে।
** পরিষ্কার ভালো শুকনো কাপড় দিয়ে পোড়া অংশ হালকা ভাবে ঢেকে দ্রুত হাসপাতালে প্রেরণ করুন।