তারকালাপ: একজন শিল্পী-র একান্ত সাক্ষাৎকার

মুনতেসার আলী
Published : 30 June 2012, 05:34 AM
Updated : 30 June 2012, 05:34 AM

এখন আমরা কথা বলছি বিশিষ্ট জনপ্রিয়, উদীয়মান, প্রতিশ্রুতিশীল, জননন্দিত, খ্যাতনামা, ………….তারকা শিল্পী 'ক' এর সাথে। 'ক' আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য:
প্রশ্নকর্তা: আচ্ছা, কোন্ মাধ্যমে কাজ করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?
উত্তর: মঞ্চে। আসলে মঞ্চই একজন শিল্পীর জীবনে ……….. মঞ্চে সাথে সাথে দর্শক রেসপন্স পাওয়া যায় ……
প্রশ্ন: আপনাকে বিগত ১ বছরে কখনো মঞ্চ এলাকাতেই দেখা যায়নি।
উত্তর : আসলে ইলেকট্রনিক মিডিয়ায় এত ব্যস্ত থাকতে হয়। এত সিডিউল। এই তো আগামী ৩ মাস আমার একদম ঠিকমত ঘুমানোরই সময় নেই। এত ব্যস্ত জীবন!
প্রশ্ন: আমরা অবশ্যই ভাগ্যবান যে, এত ব্যস্ততার মধ্যেও আমাদের প্রোগ্রামে এসেছেন….
উত্তর: হ্যাঁ, দর্শকরাই আমাদের মিডিয়া কর্মীদের প্রাণ। তাদের ভালবাসার জন্যই আজ অত ব্যস্ততার মধ্যেও আমি এখানে এসেছি …………..
প্রশ্ন: আপনার পরবর্তী কাজ সম্পর্কে একটু বলবেন?
উত্তর: পরিচালক আমাকে কেন্দ্র করেই চরিত্রটি চিন্তা করেছেন। অনেকদিন থেকেই তিনি আমার সিডিউল চাচ্ছিলেন। কিন্তু ব্যস্ততার জন্য সিডিউল দিতে পারছিলাম না। কিন্তু পরে কাহিনী পড়ে খুবই ভাল লাগল খুবই চমৎকার গল্প। আর তাছাড়া পরিচালক আমার এতটাই ঘনিষ্ঠ যে, তার অনুরোধও ফেলা সম্ভব হয়নি। তাছাড়া পরিচালক বেশ স্বনামধন্য ও পরিশ্রমী। তাই অনেক কষ্ট করে একটা সিডিউল তার জন্য ম্যানেজ করেছি। পরিচালকও বেশ সময় নিয়েই এটা তৈরী করেছেন। আশা করি, দর্শকরাও সেটা দেখে খুব উপভোগ করবেন। দর্শক আপনারা মিস্ করবেন না যেন ছবিটি। এতে আমি বেশ পরিশ্রম করেছি। প্রচন্ড জ্বর নিয়ে কাজ করেছি, এখানে ব্যথা পেয়েছি …………..

কয়েক মাস / বছর পর, তখন ওনার তেমন নাম-ডাক নেই। এদিকে সাক্ষাৎকার নেওয়ার জন্য অন্য কাউকে পাওয়াও যাচ্ছে না। তাই আবার 'ক'-এর দারস্থ হওয়া :
আমরা আজ মুখোমুখি হচ্ছি ……… জনপ্রিয় তারকা 'ক' এর সাথে:
প্রশ্নকর্তা: আজকাল আপনাকে মিডিয়ায় কম দেখা যায়। কারণ কি?
উত্তর: আসলে আমি খুব বেছে বেছে কাজ করছি। ভাল স্ক্রিপ্ট পাই না, সেরকম পরিচালক নেই। যা হচ্ছে মান খুব কমে যাচ্ছে ………
প্রশ্ন: আপনার জনপ্রিয়তা …….
উত্তর: আসলে আমি সস্তা জনপ্রিয়তায় বিশ্বাস করি না। বেছে কাজ করতে চ াই …… দর্শক কিভাবে নিল সেটা সেভাবে চিন্তা করি না। ………………….

পাঠক, উপরোক্ত সাক্ষাৎকারটি জেনুইন / হুবহু না হলেও সম্ভবত আমরা এই কথাগুলোই ঘুরে- ফিরে পত্রিকার পাতায় দেখি অথবা টিভি সাক্ষাৎকারে শুনি।

– মুনতেসার আলী