অনলাইনে মেশিন রিডেবল পাসপোর্টের আবেদনপত্র জমা

মুনতেসার আলী
Published : 16 July 2012, 06:04 AM
Updated : 16 July 2012, 06:04 AM

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর সম্প্রতি একটি ওয়েব সাইট চালু করেছে যাতে মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ করা যাবে। অনলাইনে পূরণকৃত ফরম পিডিএফ ফরম্যাটে প্রিন্ট করে অনলাইনে আবেদনের ১৫ দিনের মধ্যে আবেদনকারীকে সশরীরে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে যেখানে আপনার আঙ্গুলের ছাপ গ্রহণ ও ছবি তোলা হবে। অনলাইন ফরম জমা দানের পরই আপনাকে কোন্ পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে তা সিস্টেম থেকেই জানিয়ে দেওয়া হবে। আবেদনকৃত ফরম প্রিন্ট করার জন্য আপনার কম্পিউটারে অ্যাক্রোব্যাট রিডার সফটওয়্যারটি থাকতে হবে। যদি না থাকে, সেক্ষেত্রে ফ্রি ইনস্টল করার জন্য, ওয়েব সাইটে একটি লিঙ্ক দেওয়া আছে। আশা করা যায়, এতে তুলনামূলক কম সময়ে পাসপোর্ট আবেদনের কাজ সম্পন্ন করা যাবে। সময়ই হয়ত বলে দেবে, এতে হয়রানি কমে কিনা! ওয়েব সাইটটির ঠিকানা: http://www.passport.gov.bd/

http://www.passport.gov.bd/
– মুনতেসার আলী (16-7-2012)