হরতালের জন্য হল না …

মুনতেসার আলী
Published : 5 May 2012, 12:38 PM
Updated : 5 May 2012, 12:38 PM

হরতালের ক্ষতিকর দিকগু‍লো নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে, হচ্ছে। এখন আমি হরতালের একটা সূক্ষ ক্ষতিকর দিক নিয়ে বলছি। ‍অফিসের সাপ্তাহিক ছুটি দুই দিন – শুক্রবার ও শনিবার। কিন্তু আজ শনিবার অফিস খোলা কারণ বিগত হরতালে অফিস বন্ধ ছিল। ক্ষতিপূরণমূলক কর্মদিবস হিসেবে তাই আজ অনেক বেসরকারী অফিস খোলা। অথচ আজ যদি অফিস যথা নিয়মে বন্ধ থাকত তাহলে টানা ৩ দিনের একটা ছুটি পাওয়া যেত। কারণ আগামীকাল ৬ মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারী ছুটি। তো? তাহলে এই সুযোগে ঢাকা ছেড়ে একটু বাড়ী থেকে ঘুরে আসা যেত। হরতালের বন্ধে যাওয়া যায়নি ঝুঁকির কারণে। হরতালের এটাও একটা সূক্ষ ক্ষতিকর দিক বটে! কারণ গেল সপ্তাহে হরতাল না থাকলে আজ অফিস খোলা থাকত না ফলে টানা ৩ দিনের ছুটিতে অনেকেরই বাড়ী থেকে বা ঢাকার বাইরে থেকে ঘুরে আসা যেত!