ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

হাবিব
Published : 14 June 2012, 05:58 PM
Updated : 14 June 2012, 05:58 PM

আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউড়ঝাড়ি সীমানে-র বাংলাদেশ ভুখণ্ডে বিএসএফ এক বাংলাদেশীকে গুলি করে আহত করে। আহত ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে মারা গেছেন। নিহত ব্যক্তি বালিয়াডাঙ্গী উপজেলার চড়-ইগাতী গ্রামের এনামুল হকের ছেলে মোঃ ফারুক(২৩)।
চড়-ইগাতী গ্রামবাসী সূত্রে জানা গেছে, সন্ধে সাড়ে ৭ টার দিকে নিহত ফারুক বেউড়ঝাড়ী সীমানে-র ৩৭৯ নং পিলারের কাছে বাংলাদেশ ভুখণ্ডে নিজের জমিতে কাজ শেষে বাড়ি আসার প্রসূতি নিচ্ছিল। বিএসএফ কাটাতারের ওপাড় থেকেই ফারুকের ওপর গুলি করে। গুলিবিদ্ধ ফারুক কোনরকমে গ্রামের কাছাকাছি আসলে গ্রামের লোকজন তাকে রাত ৮ টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় ফারুক রাত ৯ টার দিকে মারা যায়।

এ ব্যাপারে রাত সাড়ে ৯ টার দিকে ঠাকুরগাঁও ৩০ বিজিবি এর সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তাদের কাছে কোন ইনফরমেশন নেই বলে জানানো হয়।