নিরাপদ সড়ক চাই-ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রী মৃত্যুর ঘটনায় ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

হাবিব
Published : 29 Oct 2011, 10:49 AM
Updated : 29 Oct 2011, 10:49 AM

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার শীবগঞ্জ ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মালা রানী সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও ৪ ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেছে। এতে সকাল থেকেই ঠাকুরগাঁও-পীরগঞ্জ-রানীশংকৈল-হরিপুর রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গত মঙ্গলবার (২৫ ) সকালে কলেজ যাবার সময় বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সাইকেল আরোহী মালা রানী (১৭) কে ঠাকুরগাঁওগামী একটি মিনিবাস চাপা দিলে ঘটনাস'লেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সেদিন চালকের গ্রেপ্তারের দাবিতে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল করে। কিন' ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও চালক গ্রেপ্তার না হওয়ায় আজ সকাল ১০ টায় চালকের গ্রেপ্তার ও স্পিড ব্রেকারের দাবিতে কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসীরা মৌন মিছিল করে ও তার পরে ছাত-ছাত্রীরা কলেজের সামনের সড়ক ৪ ঘন্টা অবরোধ করে বিক্ষোাভ করেছে ছাত্র-ছাত্রীরা। এতে ঠাকুরগাঁও-পীরগঞ্জ-রানীশংকৈল-হরিপুর সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। অবশেষে বিকেল ৩ টার দিকে ঘটনাস'লে পুলিশ গিয়ে ঘটনার তদন- ও সিপ্রড ব্রেকার নির্মানের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা।