ফলোআপ-ব্লগের বদৌলতে বন্ধ হলো অশ্লীলতা

হাবিব
Published : 9 Nov 2011, 11:44 AM
Updated : 9 Nov 2011, 11:44 AM

গত ৩১ অক্টোবর-"আমাকে ক্ষমা করবেন, আমার সংগ্রহে থাকলেও এমন ছবি আমি আপনাদের দেখাতে পারছি না (অশ্লীলতার অর্থটাই পাল্টে গেছে) শিরোনামে একটি লেখা বিডিনিউজ২৪ এর ব্লগে প্রকাশিত হয়। লেখাটি ঢাকায়-উর্দ্ধতন প্রশাসনের দৃষ্টিগোচর হয়। সত্যতা যাচাইয়ের জন্য গত ৮ নভেম্বর সেখানে সাদা পোশাকে ভ্রাম্যমান আদালত পাঠানো হয়। ম্যাজিষ্ট্রেট (বিচারক) দর্শক সেজে সেখানে উপসি'ত ছিলেন। আর সে সময়ই শুরু হয় উলঙ্গ নৃত্যের প্রদর্শনী। তাৎক্ষনিকভাবেই আয়োজকদের ৩ জন, নারী শিল্পি ২ জন সহ মোট ৮ জনকে ভ্রাম্যমান আদালত ৩ মাসের জেল ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেন। বন্ধ হয়ে যায়-অশ্লিলতার প্রদর্শনী।

লেখকের মন-ব্য-মাধ্যম যাহাই হউক-সংবাদ যদি প্রকাশ হয় তার ফলাফল হবেই হবে। আমি একজন সাংবাদিক এবং এই ব্লগের নতুন লেখক বটে। আমার গর্ব হচ্ছে-ভালোও লাগছে-এমন রিএ্যাকশনের জন্য। ধন্যবাদ বিডিনিউজ-ব্লগ।

নিউজ লিংক