ঠাকুরগাঁওয়ে আইনজীবির বাড়িতে দিনে দুপুরে ডাকাতি, গৃহকর্তীকে হত্যা, মালামাল লুট

হাবিব
Published : 8 Jan 2012, 09:23 AM
Updated : 8 Jan 2012, 09:23 AM

রোববার দুপুর সাড়ে ১২ টায় ঠাকুরগাঁও শহরের প্রণকেন্দ্র আশ্রমপাড়া মহল্লায় এক দুধর্ষ ডকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা মালামাল লুট করে গৃহকর্তীকে (৫৫) একা পেয়ে পিটিয়ে আহত করে হাত-পা বেধে ফেলে রেখে যায়। আহত গৃহকর্তীকে হাসপাতালে নেয়ার পরে তিনি মারা যান।

পুলিশ ও প্রতিবেশিরা জানান, ঠাকুরগাঁও জজকোর্টের সিনিয়র এডভোকেট বদিউজ্জামান বাদল অন্যান্য দিনের মত সকাল ৯ টার দিকে আদালতে যান। দুপুর সাড়ে ১২ টার দিকে এডভোকেট বদিউজ্জামান বাদল স্ত্রীকে ফোন দিলে তিনি ফোন না ধরায় তাড়াতাড়ি বাসায় আসেন। তিনি দেখেন তিন তলার ওপরে দরজা খোলা, জিনিসপত্র ছড়ানো ছিটানো এবং তার স্ত্রীকে মুখে কাপড় দিয়ে হাত-পা বেধে মেঝেতে ফেলে রাখা হয়েছে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস'ায় মারা যান। দুবৃত্তরা কিছু নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার নাহিদুল ইসলাম ঘটনাস'ল পরিদর্শন করে জানান, ঘটনাটি তদন- করা হচ্ছে। এটা ডাকাতি নাকি অন্য ঘটনা তদনে- বেরিয়ে আসবে। কে কারা এ ঘটনার সাথে জড়িত তা এখন পর্যন- জানা যায়নি।