বাঁচতে হলে জানতে হবে!

হাবিব
Published : 22 April 2012, 06:42 PM
Updated : 22 April 2012, 06:42 PM

হরতালে সাংবাদিকদের হেলমেট ও লাইফ জ্যাটেক পরিধান (ঠাকুরগাঁও থেকে শুরু হয়েছে আপনারাও শুরু করুন), রাতে ঘুমানোর জন্য বাড়ির কমপক্ষে একটি কক্ষ বেহুলা লক্ষীন্দরের বাসর ঘরের মত বানানো, পথ চলতে গেলে বড় সড়, ধারালো একটি নিপওয়ালা কলম সব সময় হাতে খোলা অবস্থায় রাখতে হবে (চলতে চলতেই নিউজ লিখতে হতে পারে, হামলা হলে তা সোজা চালিয়ে দিয়েও আত্মরক্ষা হতে পারে।)
সাগর-রুনি যদি বেহুলা লক্ষীন্দরের মত ঘরে ঘুমাতে পারতো-তাহলে হয়তো্‌ এমনটা হতো না।