মহাজোটের শরীকরা আর মাঠে নামবে???

আলী আসিফ শাওন
Published : 14 Sept 2012, 10:33 AM
Updated : 14 Sept 2012, 10:33 AM

বুধবার দুপুরে সর্বশেষ জাসদ অফিসে বৈঠকে বসেন মহাজোটের অন্যতম শরীক দল এগারো দল,গণঐক্য পার্টি এবং জাসদ। দলগুলো নীতিগতভাবে সিদ্ধধান্ত নেয় এ মাসের ১৯ তারিখ তারা প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে। তাদের দাবি সাম্প্রতিক সময়ে দেশের ৫ টি বার্নিং ইস্যু।

বিকেলের বৈঠক শেষ হয় সন্ধ্যা নাগাদ। আর রাতেই খবর পাওয়া যায় মহাজোটের দুই নেতা রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু মন্ত্রীত্ব পাচ্ছেন। এরপর অবশ্য ইনু মন্ত্রী হিসেবে শপথ নিলেও নিজ দলের পলিটব্যুরো সদস্যদের চাপে মন্ত্রী হওয়ার খায়েস ছাড়তে হয়েছে মেননকে।

এখন তাহলে কি ১৯ তারিখে সমাবেশ হবে? নাকি মন্ত্রীত্বের বাতাসে মহাজোটের শরীকরা ভুলে গেল 'হলমার্ক কেলেংকারি, বিদ্যুতের দাম বৃদ্ধি, পদ্মা সেতু নির্মাণে অনিশ্চয়তা, আদিবাসী ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন আর দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি'র ঘটনা। যে ৫ টিকে তারা বার্নিং ইস্যু বলে চিহ্নিত করেছিল।