ইন্ডিয়ার বাস্তবতা (The reality of India): দরিদ্রতা

কায়সার আহমেদ
Published : 31 March 2012, 04:04 PM
Updated : 31 March 2012, 04:04 PM

আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সম্পর্কে আমাদের অনেকের যা ধারনা টিভি, মিডিয়া,হিন্দি ফিল্ম, নাটক ইত্যাদির মাধ্যমে, আসলে তার বাস্তবতা পুরোটাই উল্টো। ইন্ডিয়ার বাস্তবতা সম্পর্কে আজকের বিষয় দরিদ্রতা –

WFP (World Food Programme) অনুসারে পৃথিবীর মোট ক্ষুধার্ত লোকের ৫০% লোক ইন্ডিয়ায় বসবাস করে যা পুরো আফ্রিকা মহাদেশের ক্ষুধার্তের সংখ্যার চেয়ে বেশি।Global Hunger Index (GHI) এ ইন্ডিয়ার পজিশন ৮৮ টা দেশের মধ্যে ৬৬ যেখানে দক্ষিন এশিয়ার মধ্যে ইন্ডিয়ার অবস্থান সর্ব নিম্ন থেকে দ্বিতীয়। IFPRI অনুসারে ক্ষুধার্ত দিক থেকে ইন্ডিয়াকে ALARMING category তে ফালানো হয়েছে। প্রত্যেক ১০ জনের মধ্যে ৬ জন ইন্ডিয়ায় গ্রামাঞ্চলে বসবাস করে। ইন্ডিয়ার মোট জনসংখ্যার ৩৪.৭% লোকের দৈনিক আয় ১ ডলারের নিচে, আর ৭৯.৯% লোকের দৈনিক আয় ২ ডলারের নিচে। India's planning commission report অনুসারে ইন্ডিয়ার মোট জনসংখ্যার ২৬.১% লোক দরিদ্র সীমার নিচে বাস করে।

[World Bank এর দরিদ্র সীমা হল দৈনিক আয় ১ ডলার আর ইন্ডিয়ার দরিদ্র সীমা হল মাসিক আয় ৩৫০ রুপি অথবা দৈনিক আয় ৩০ সেন্ট]