ইন্ডিয়ার বাস্তবতা(The reality of India): The Current Account Balance(ইন্ডিয়া, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের) -২য় পর্ব

কায়সার আহমেদ
Published : 1 April 2012, 02:26 PM
Updated : 1 April 2012, 02:26 PM

আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সম্পর্কে আমাদের অনেকের যা ধারনা টিভি, মিডিয়া,হিন্দি ফিল্ম, নাটক ইত্যাদির মাধ্যমে, আসলে তার বাস্তবতা পুরোটাই উল্টো। ইন্ডিয়ার বাস্তবতা সম্পর্কে আজকের বিষয় The Current Account Balance(চলতি হিসাবের উদ্ধৃত্ত) ইন্ডিয়া, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের হিসাব ও এখানে তুলে ধরলাম-

CIA: The world fact book অনুসারে ইন্ডিয়ার Current account balance হলো $ -37,510,000,000 (minus) আর রাঙ্কিং এ ১৯৮ টা দেশের মধ্যে ইন্ডিয়া হলো ১৯২ তম।যেখানে চায়না রাঙ্কিং এর ১ম পজিশনে আছে মোট $ 426,100,000,000 (Plus) Current account balance নিয়ে।

এছাড়া বাংলাদেশের অবস্থান ৯৯ আর Current account balance হলো $ -372,000,000(minus), শ্রীলঙ্কা ১৬৯ তম যার Current account balance $ -4,000,000,000(minus), পাকিস্তান ৫৫ তম যার Current account balance $ 268,000,000(Plus), আফগানিস্তান ১৫৯ তম যার Current account balance $ -2,475,000,000(minus), নেপাল ১০৫ তম যার Current account balance $ -437,900,000 (minus), মালদ্বীপ ১০৭ তম যার Current account balance $ -463,000,000(minus)।

সূত্রঃ Click this link…