একজন বন্ধুকে বাচাঁবো বলে…

আলোর মিছিল
Published : 4 Sept 2011, 05:08 PM
Updated : 4 Sept 2011, 05:08 PM

পৃথিবীতে আমরা এসেছি আবার একদিন চলে যেতে হবে। যেতে হবে সকল বন্ধন ছিন্ন করে, সকল মায়া-মমতার জাল ছিড়ে। কিন্তু তাই বলে কি আমরা একটি অকাল মৃত্যুকে মেনে নিব? আমরা কি মুখ বুঝে সহ্য করব, আমার ভাই যখন রোগে বিছানায় পড়ে কাতরাবে? নাহ! বরং তাকে বাচাঁনোর জন্য সর্বস্ব দিয়ে লড়ে যাবো। ঠিক তেমনি একজন ভাই হাসনা-হেনা। এটি তার ছদ্ম নাম (প্রথম আলো ব্লগের), আসল নাম মি: সেলাষ্টিয়ান পিনারু। তিনি বন্দর নগরী চট্টগ্রামের বাসিন্দা এবং প্রথম আলো ব্লগের একজন নিয়মিত ব্লগার। আজ তার সাহায্যের বড়ই প্রয়োজন। আমরা কি তার পাশে দাঁড়াতে পারিনা? যার যা সাধ্য আছে তাই দিয়ে তার পাশে দাঁড়াতে পারি না? অর্থের অভাবে আমরা কি আমাদের এক সহযাত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিবো? অথচ আমাদের ক্ষুদ্র প্রয়াসই পারে তাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনতে। আমি আর কথা বাড়াবো না। আপনারা নিচের লিঙ্ক থেকেই তার কথা, তার স্ত্রীর কথা, তার ছোট্ট কন্যা সন্তানটির কথা, তাদের আকুতি-মিনতি বিস্তারিত জানতে পারবেন। দয়া করে আপনারা নিচের লিঙ্কগুলো একটু ভিজিট করে দেখুন। আশাকরি আমাদের সকলের প্রচেষ্টায় আমরা আবার হাসনা-হেনাকে আমাদের মাঝে ফিরে পাবো।

সাহায্য পাঠাতে-

ব্যাংকের নাম: HSBC Chittagong Branch (GEC).
একাউন্ট নম্বর: 008-019036-001
অ্যাকাউন্টধারীর নাম: Celestian Penheiro

ওয়েষ্টার্ন ইউনিয়ান এর মাধ্যমে টাকা পাঠাতে চান তারা নাম ও পাসর্পোট নম্বর দিয়ে টাকা পাঠিয়ে ইমেইল করে MTCN NUMBER জানাতে পারেন।

ওয়েষ্টার্ন ইউনিয়নের মাধ্যমে যারা টাকা পাঠাবেন:

নাম: রোজলীন পিনারু (ROSLIN PENHEIRO)
পাসর্পোট নম্বর: A0436018
ইমেইল:linasbangladesh@yahoo.com
Phone: +880312856599
Cell / H.P :+8801199267977

তার স্ত্রীর একাউন্ট নম্বর:

Account Name: L I N A S (লিনাস)
Account নম্বর: ০০৩১০০৬৬৮১১০১৮
ব্যাঙ্কের নাম: ওয়ান ব্যাঙ্ক লিমিটেড, আগ্রাবাদ, চট্টগ্রাম।
ঠিকানা: ৯৫ আগ্রাবাদ বা/এ. চট্টগ্রাম
সুইফট কোড: ONEBBDD002