কেন একই সময়ে মেসি মাতন ও মনমোহন সফর

আলপিন
Published : 5 Sept 2011, 04:44 PM
Updated : 5 Sept 2011, 04:44 PM

একটি ছোট প্রশ্ন মনে আমার। কী করব বলেন? তাই লিখতে বসলাম। জানিনা অনেকে কী ভাবে নেবেন। কে কী ভাবে নেন তার ফিরিস্তি দিতে গেলে আর লেখাই হবেনা আমার। অনেক আগে থেকেই গণমাধ্যম মারফত জানা যাচ্ছিল যে, ০৬ তারিখ' ১১ ভারতের প্রধান মন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন। ঠিক এই দিনই মেসিরাও (আর্জেন্টাইন ফুটবল দল) ফুটবল খেলতে আসবেন এই ঢাকা। এখানে ক'টি মিল ও অমিল আমাকে ভাবাচ্ছে। যেমন কোলকাতাতে মেসিদের ফুটবল খেলাটি হবার পর; তার কয়েকদিন পরে ০৩ তারিখে' ১১ বাংলাদেশে একটি ফুটবল খেলা হবার কথা থাকলেও তা পেছানো হলো। গণমাধ্যমে বলা হলো যে, যানজটের কারণে ফুটবল খেলাটি বাংলাদেশ আয়োজন করতে ব্যার্থ হলো। কিন্তু এই ক্ষণেই একটি প্রশ্ন থেকে গেল মনে আর তাহলো ঈদ পরবর্তী ওই দিন গুলোতে কি আদৌও ঢাকাতে যানজট ছিল!! আমার তো মনে হয় ছিলনা মোটেও। ঈদের ছুটির কারন ঢাকাবাসী অনেকে গ্রামের বাড়ীতে ঈদ করতে গেলে ঈদের দিন থাকে আজ (সেপ্টেম্বর ০৫' ১১) পর্যন্ত ঢাকার রাস্তা ছিল যানজট মুক্ত। তবে কেন বলা হলো যে যানজটের কারণে বাংলাদেশ মেসিদের এই ফুটবল খেলাটি আয়োজন করতে সামর্থ হলোনা। বাংলাদেশ কে অকার্যকর ও ব্যার্থ একটি দেশ প্রমাণ করার জন্য? বাংলাদেশ কি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্র! অপর দিকে কেন একই সময়ে মেসি মাতন ও মনমোহন সফর। বিয়ে বাড়িতে লোক জন যখন খুউব বেশি ব্যাস্ত থাকেন তখনই চোরও চুরি করার সুযোগ খোঁজে। মনোবাবুরা তেমন কিছু করছেন না তো! তবে কি এ জন্যই একই সময়ে মেসি মাতন ও মনমোহন সফর।