পুলিশ কি আমাদের বন্ধু নাকি শত্রু ?

আলী আকরাম
Published : 3 March 2015, 08:37 AM
Updated : 3 March 2015, 08:37 AM
ব্লগার অভিজিৎ রায় এর হত্যাকান্ড নিয়ে বলতে চায়।
চারপাশ ঘিরে রাখা পুলিশের নিরাপত্তাবেষ্টনীর মাঝে ও কি করে নির্মম ভাবে খুন হলেন অভিজিৎ রায় ? (প্রশ্ন ) ।
এবং খুনিরা কী করে নির্বিঘ্নে পালিয়ে গেল এমন জন বহুল এলাকা .. বিশেষ করে চার দিকে এত সব পুলিশ বেষ্টনী ভেদ করে ? (প্রশ্ন ) ।
তাছাড়া প্রত্যক্ষদর্শী অনেকে বলছেন , আশপাশে পুলিশ থাকলেও তাঁরা হামলাকারীদের ধাওয়াও করেননি
দর্শকের নেয় নীরবে দাড়িয়ে ছিলেন। তবে কেন ? (প্রশ্ন ) ।
আজ আমাদের নিরাপত্তায় যারা তারা যখন  নিরব ভূমিকায় তখন কার ভরসায় পথ পারি দিব আমরা ?
তার মানে, অভিজিত রায় এর মৃত্যু আরও একবার প্রমাণ করলো এই দেশ জাতি কতোটা অরক্ষিত।
আবারও  প্রামাণ করলো মৌলবাদীরা কতোটা সক্রিয়।
তারপর ও আশায় বুক বেধে আছি সঠিক বিচার পাব বলে।