নারীরা আজকে কোথায় নিরাপদ?

আলী আকরাম
Published : 7 June 2015, 06:26 PM
Updated : 7 June 2015, 06:26 PM
নারীরা আজকে কোথায় নিরাপদ – "না বেঁচে থেকে না মরে গিয়ে"!
খুনসহ নানাভাবে প্রতিনিয়তই অপমৃত্যু ঘটছে দেশে বহু নারী ও মেয়ে শিশুর। এমন কি নানা কৌশলে যৌন হয়রানি ও ধর্ষণের শিকার হওয়া মেয়েরা না পেরে বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। এবং নিয়ম মেনে তাদের মরদেহ পোস্টমর্টেমও করা হচ্ছে। কিন্তু সবচাইতে কষ্টের বেপারটি হলো, যে মেয়েটি লজ্জা হরেনের শিকারে লজ্জিত হয়ে বেছে নিচ্ছে মরণের পথ সেই মৃত লাশটিকে কাটা-ছেঁড়ার স্পর্শকাতর এই কাজটা করে যাচ্ছেন পুরুষ। দেশের ২৯টি মেডিকেল কলেজ ও ৬৪ জেলায় সরকারি হাসপাতালগুলোতে শুধু পুরুষ ডাক্তার ও পুরুষ মর্গ সহকারীরাই দিনের পর দিন নারী ও মেয়ে শিশুদের মৃতদেহের পোস্টমর্টেম করে যাচ্ছেন। এ বিষয়ে ডাক্তার বা মর্গ সহকারী হিসেবে মহিলাদের দেখা যাচ্ছে না। সকল মানুষের ক্ষেত্রেই এটি অনৈতিক ও সম্মানহানিকর। একজন জীবিত মানুষের যে ধরনের সম্মান, ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকার রয়েছে তার চেয়ে কোনো কোনো ক্ষেত্রে মৃত মানুষের সম্মান ও গোপনীয়তা আরও বেশি পাওয়ার অধিকার রয়েছে তা ছাড়া বিশেষ করে মেয়েদের বেপারে। আশা করি যত দ্রুত সম্ভব সরকার এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।