মানসিক বিষন্নতা

আমি_লুকিয়ে
Published : 28 Jan 2012, 12:41 PM
Updated : 28 Jan 2012, 12:41 PM

মানসিক বিষন্নতা একটা খুবি পরিচিত নাম। আমরা কম বেশি সবাই এর সাথে পরিচিত। কেউ বেশি আবার কেউ কম এর দ্বারা আক্রান্ত হয়। যা হোক এর বেশি বিশ্লেষণে গেলাম না। একটা কথাই বলতে চাই- আমি এই বিষন্নতা রোগে আক্রান্ত এবং খুব মারাত্মক ভাবেই আক্রান্ত।

যখনি এই রোগে আক্রান্ত হই তখনি কোন কাজই ভাল লাগে না। একা থাকি। কারো সাথে কথা বলেতে ভাল লাগে না। একা একা অফিসে থাকি কোন কাজ না থাকলেও এবং দেরি করে বাসায় যাই।