প্রয়াত শিল্পী কালিকাপ্রসাদ স্মরণে ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী

আশীক আল অনিক
Published : 9 Sept 2017, 02:34 PM
Updated : 9 Sept 2017, 02:34 PM

গত ৭ই মার্চ সড়ক দুর্ঘটনায় প্রয়াত হন লোক গানের গবেষক এবং দোহার গানের দলের প্রধান, প্রখ্যাত কণ্ঠশিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য। ভুবন মাঝি চলচ্চিত্রটি কালিকা প্রসাদের সংগীত আয়োজনে প্রথম এবং একমাত্র চলচ্চিত্র। মৃত্যু পরবর্তী প্রথম জন্ম দিবসকে কেন্দ্র করে তার স্মৃতির প্রতি সম্মানার্থে ১১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৬টা  বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ফাখরুল আরেফীন খান এর  'ভুবন মাঝি' চলচ্চিত্রটির প্রদর্শনী হতে যাচ্ছে। "ভুবন মাঝি" দলের পক্ষ থেকে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রদর্শনী  অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্র ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী মহলের নেতৃবৃন্দ। আয়োজকের পক্ষ থেকে প্রদর্শনীটি সকল শ্রেণীর দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে