এটাই ঢাকার বর্তমান অবস্থা!

অনীক ইসলাম জাকী
Published : 30 Oct 2015, 06:40 PM
Updated : 30 Oct 2015, 06:40 PM

নির্মাণ সামগ্রী রাস্তার উপর রেখে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি।

ডিএমপি ট্রাফিক বিভাগ কার লক পদ্ধতি ব্যবহার করেও নিয়ন্ত্রন করতে পারছে না অবৈধ কার পার্কিং।

মতিঝিল বিমান অফিস এর সামনে অবৈধভাবে গাড়ি পার্কিং।

ঢাকার ব্যস্ততম অফিস পাড়া দিলকুশায় ঢাকা ব্যাংক এর হেড অফিস এর সামনে এইভাবেই গাড়ি পার্কিং করে রাস্তা বন্ধ করে রাখা হয় প্রতিদিন।

দিলকুশায় অগ্রনী ব্যাংক হেড অফিস এর সামনের রাস্তায় গাড়ি পার্কিং করে রাখার কারনে, রাস্তা সরু হয়ে যানজট এর সৃষ্টি হচ্ছে।

দিলকুশায় এইভাবেই নো পার্কিং এ গাড়ি রাখতে দেখা যায় প্রতিদিন, অথচ, কিছু দূরেই জীবনবীমা টাওয়ারে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে।

রাজারবাগ এ রাস্তার বেহাল দশা।

নির্মাণ সামগ্রী রাস্তার উপর রেখে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি।

  • পূর্বে প্রকাশিত- http://www.demotix.com/news/8896465/illegal-car-parking-street-dhaka-bangladesh#media-8896450
  • এবং এইখানে- http://www.demotix.com/news/8875190/everyday-deadlock-dhaka-bangladesh#media-8875157