পাহাড় চুরি

অনিন্দ্যমিন্টু
Published : 9 Jan 2012, 02:34 AM
Updated : 9 Jan 2012, 02:34 AM

পাহাড়কে বিক্রি করে যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না! এ ছিলো বিখ্যাত কবিতার লাইন। বাস্তবে কবিতারই পুনরাবৃত্তি ঘটছে। দুর্গাপুর-কলমাকান্দা এলাকায় অবাধে বিক্রি হচ্ছে পাহাড় আর সাদা মাটি। বিপন্ন এলাকার আদিবাসীরা। প্রাকৃতিক সম্পদ আর পরিবেশ রক্ষায় সরকারী ঘোষনা আর এখানকার বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কেউ কেউ বলছেন সরকারী লোকজনই বে-নামী প্রতিষ্ঠানের মাধ্যমে ইজারা নিয়ে পাহাড় কাটছে। এলাকার এমপি মোশতাক আহমেদ রুহী পর্যটন এলাকা হিসেবে দুর্গাপুর-কলমাকান্দাকে ঘোষণা দিলেই পাহাড় কাটা বন্ধ হচ্ছে না। পাহাড় কাটা কবে বন্ধ হবে??