পারলেন না দেশপ্রেমিক প্রধানমন্ত্রী সোনার বাংলাদেশ গড়তে, প্রতিদিন সকালে একটি নতুন দুঃসংবাদ!

অনির্বান
Published : 18 Oct 2011, 05:33 PM
Updated : 18 Oct 2011, 05:33 PM

সকালে ঘুম থেকে উঠেই প্রথম আলো হাতে নেই। পত্রিকার প্রথম পাতাটা দেখেই বুকটা হাহাকার করে উঠে, আমরা কোথায় আছি, এমন তো হবার কথা না। মনটা আনান্দে নেচে ওঠে এমন কোন খবর থাকে না, কাগজে মোড়ানো রাশি রাশি হতাশা বাঙালি জাতির জন্য। সকালটা শুরুই হয় একগুচ্ছ নেতিবাচক সংবাদ দিয়ে যার প্রভাব আমাদের জাতীয় জীবনে।

গত ১ মাসের প্রথম আলোর শুধুমাত্র প্রধান শিরোনাম তিনটি শ্রেণী যথা ১) নেতিবাচক ২) ইতিবাচক ও ৩) মধ্যম/নিরপেক্ষ (neutral) তে ভাগ করে নিচে উল্লেখ করা হল।

১৭-১০-২০১১:
ক) ব্যাপক দরপতন আমরণ অনশন (শেয়ার বাজার)—-নেতিবাচক।
খ)আহত কে দিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছিল পুলিশ (আমিনবাজাররে ৬ ছাত্র হত্যা)—-নেতিবাচক।

১৬-১০-২০১১:
ক) প্রার্থী-সমর্থন নিয়ে জট পাকিয়েছে আওয়ামী লীগ —-নেতিবাচক।
খ) সাতটি নতুন বিদ্যুৎকেন্দ্রে জ্বালানী সরবরাহ অনিশ্চিত। —-নেতিবাচক।

১৫-১০-২০১১:
ক) কিছু ঠিক নেই, তবু ট্রানজিট —-নেতিবাচক।
খ) দাতাদের বৈঠক হচ্ছে না —-নেতিবাচক।

১৪-১০-২০১১:
ক) মন্ত্রীর দুর্নীতির কারনেই আটকে গেল পদ্মা সেতু —-নেতিবাচক।
খ) কমেছে পুলিশ এর টহল বেড়েছে ছিনতাই —-নেতিবাচক।

১৩-১০-২০১১:
ক) আলোচনায় আইভি-শামিম (নাঃ গঞ্জ নির্বাচন)— মধ্যম/নিরপেক্ষ(neutral)।
খ) দরপতন ঠেকাতে দিনভর চেষ্টা —-নেতিবাচক।

১২-১০-২০১১:
ক) নতুন নেতৃতের হাতে ক্ষমতা ছেড়ে দেবঃ খালেদা — মধ্যম/নিরপেক্ষ(neutral)।
খ) ছয় মেরে জয় (ক্রিকেট) — ইতিবাচক।

১১-১০-২০১১:
পদ্মা সেতু হচ্ছে না—-নেতিবাচক।

১০-১০-২০১১:
ক) আর্থিক সংকটে বিমান—-নেতিবাচক।
খ) এনএসআই দপ্তরে ডিবির তিন কর্মকর্তাকে মারধর—-নেতিবাচক।

৯-১০-২০১১:
ক) দেশে কালোটাকা জিডিপির ৮১% —-নেতিবাচক।
খ) ৮ বাংলাদেশির শিরচ্ছেদ —-নেতিবাচক।

৮-১০-২০১১:
রাজনীতিতে উত্তাপ —-নেতিবাচক।

৭-১০-২০১১:
ক) দুর্নীতির সুরাহা না হলে পদ্মা সেতুতে সাহায্য বন্ধ —-নেতিবাচক।
খ)নারায়ণগঞ্জে তিন ওসমানের রাজত্ব —-নেতিবাচক।

৬-১০-২০১১:
ক)সরকারের ভুল বার্তায় আস্থাহীন (শেয়ার) বাজার —-নেতিবাচক।
খ) খুনের পরিকল্পনায় খুলনা আওয়ামীলীগ এর চার নেতা —-নেতিবাচক।

৫-১০-২০১১:
ক) শামিমের বিরুদ্ধে সন্ত্রাসের মামলা বেশি, তৈমুরের সব দুর্নীতি —-নেতিবাচক।
খ) মন্ত্রীর বাড়ির সামনে শেষ হল জেলা সড়ক —-নেতিবাচক।

৪-১০-২০১১:
ক) সাইদীর বিচার শুরু —-ইতিবাচক।
খ) জলদস্যু থেকে জননেতা —-নেতিবাচক।

৩-১০-২০১১:
ক) বিমানবাহিনীর আপত্তিতে ঘুরছে মেট্রো রেলপথ — মধ্যম/নিরপেক্ষ (neutral)।
খ) জীবন ও পন্যের নিরাপত্তা দাবি —-নেতিবাচক।

২-১০-২০১১:
ক) ঢাকায় এলেই দাম দ্বিগুণ, কৃষকের মুখে হাসি নেই —-নেতিবাচক।
খ) বিরোধী দলকে নির্বাচনে আসতেই হবে —-নেতিবাচক।

১-১০-২০১১:
ক) রাজনৈতিক প্রকল্পে সয়লাব এডিপি —-নেতিবাচক।
খ) ভুয়া প্রশ্নপত্র বিক্রির চেষ্টা, রাতভর অভিযান —-নেতিবাচক।

৩০-০৯-২০১১:
ক) ৭ দিনে অভিযোগপত্র, ৬০ দিনে বিচার (শিবির তাণ্ডব)— ইতিবাচক।
খ) হাতিয়ায় রাজনীতি ও দস্যিপনা —-নেতিবাচক।

২৯-০৯-২০১১:
ক)আয়কর দিবেন না মন্ত্রী সাংসদেরা —-নেতিবাচক।
খ) নির্বাচন কমিশনে এবারও একতরফা নিয়োগ —-নেতিবাচক।

২৮-০৯-২০১১:
ক) তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন নয় —-নেতিবাচক।

২৭-০৯-২০১১:
ক) ঝুকিতে পারকি সৈকত —-নেতিবাচক।
খ) অবরোধ ও ভাংচুর শেষে আশ্বাস (জগন্নাথ বিঃ)—-নেতিবাচক।

২৬-০৯-২০১১:
ক) তৃনমূল ও বামফ্রন্ট অভিন্ন অবস্তানে (তিস্তা পানি চুক্তি)—-নেতিবাচক।
খ) দাবি আদায়ে অবরোধ, ভাংচুর —-নেতিবাচক।

২৫-০৯-২০১১:
ক) সরকারী সিদ্ধান্তের আগেই চিনির দাম বাড়াল ব্যবসায়ীরা —-নেতিবাচক।
খ) শান্তির নতুন মডেল উপস্থাপন করলেন প্রধানমন্ত্রী — ইতিবাচক।

২৪-০৯-২০১১:
ক) ঝুঁকিতে মেঘনা সেতু —-নেতিবাচক।

২৩-০৯-২০১১:
ক) নিষ্ক্রিয় বিএনপি, নিরুত্তাপ হরতাল —-নেতিবাচক।
খ) জ্বালানির দাম ভোগাবে সরকারকে —-নেতিবাচক।
গ) গুলি বোমা, মেয়রকে মারধর, যশোরে কাল হরতাল —-নেতিবাচক।

২২-০৯-২০১১:
ক) সরকার কঠোর সক্রিয় আ. লীগ —-নেতিবাচক।
খ)আজ বাধা দিলে আবার হরতাল (বিএনপি)—-নেতিবাচক।

২১-০৯-২০১১:
ক) অর্থনীতি সামাল দিতে পারছে না সরকার —-নেতিবাচক।
খ) ৯ মামলা, কেন্দ্রীয় ১২ নেতা সহ ৩ হাজার আসামী —-নেতিবাচক।

২০-০৯-২০১১:
ক) কাকরাইল এলাকা রণক্ষেত্র —-নেতিবাচক।
খ) বাস ও অটোরিক্সার ভাড়াও বারলো —-নেতিবাচক।

১৯-০৯-২০১১:
ক) হঠাৎ কেপে উঠল বাংলাদেশ —-নেতিবাচক।
খ) জ্বালানী তেলের দাম বাড়ল —-নেতিবাচক।
গ) পুলিশের গাফিলতিতে ছয় ছাত্রের মৃত্যু —-নেতিবাচক।

১৮-০৯-২০১১:
ক) হারিয়ে যাচ্ছে নৌপথ —-নেতিবাচক।

১৭-০৯-২০১১:
ক) দেড় বছরেও বিচার শুরু হল না —-নেতিবাচক।

১৬-০৯-২০১১:
ক) পদ্মা সেতু নিয়ে অনিশ্চয়তা —-নেতিবাচক।
খ) নোয়াখালীতে সাংসদ আকরামের খলিফার শাসন —-নেতিবাচক।

পরিসংখ্যান / বিশ্লেষণঃ
সর্বমোট শিরোনাম/ প্রধান সংবাদ সংখাঃ ৬০
নেতিবাচক সংবাদ = ৫৩ (শতকরা ৮৮.৩৩ ভাগ)
ইতিবাচক সংবাদ = ৪ (শতকরা ৬.৬৬ ভাগ)
মধ্যম/নিরপেক্ষ সংবাদ = ৩ (শতকরা ৫ ভাগ)

উল্লেখিত ৪ টি ইতিবাচক সংবাদ কতটা ইতিবাচক?:

১। "ছয় মেরে জয়" – অবশ্যয় একটা ইতিবাচক খবর কিন্তু এর সাথে আমাদের রাজনীতি বা সরকারের সরাসরি কোন সংশ্লিষ্টতা নেই।
২। "সাইদীর বিচার শুরু"- দ্বিধা দন্দে আছি, এই খবর টা ইতিবাচক না নেতিবাচক। আইন মন্ত্রী বলেছেন ৭১ এ ৩১ হাজার যুদ্ধ অপরাধী আছে, কিন্তু হাতে গোণা ৫/৬ জনের বিরুদ্ধে বিচার কেন? আসলেই মানবতা বিরোধী বিচার নাকি জামায়াত নিধন?
৩। "৭ দিনে অভিযোগপত্র, ৬০ দিনে বিচার" – শিবির যে লঙ্কা কাণ্ড করেছে তা ন্যাক্কারজনক, অবশ্যয় এইটা নেতিবাচক, কিন্তু এর বিচার যদি ৬০ দিনে শেষ হয় তো সেটা ইতিবাচক। এখন দেখা যাক কোথাকার পানি কোথায় গড়াই।
৪। "শান্তির নতুন মডেল উপস্থাপন করলেন প্রধানমন্ত্রী"- যে দেশের মানুষ প্রতিদিন একটি দুঃসংবাদ শুনে দিন শুরু করে, আপনি তাদের প্রধানমন্ত্রী হয়ে জাতিসংঘে কিভাবে শান্তির নতুন মডেল উপস্থাপন করেন? ভুতের মুখে রাম নাম কি একেই বলে?

ফিরে দেখা:
জনগণের বিপুল সমর্থন নিয়ে নবম জাতীয় সংসদ নির্বাচন ২০০৮ এ আওয়ামীলীগ এর অবিস্মরণীয় বিজয়। এই বিজয়ে আওয়ামীলীগ এর প্রতি জনতার যতটা না সমর্থন, তার থেকেও বেশি ছিল বিএনপি সরকারের দুর্নীতিকে ক্ষোভের সাথে প্রত্যাখ্যান।

জনতার প্রত্যাশা ছিল, ১/১১ পটভূমি ও সম্পৃক্ত ধারাবাহিক ঘটনাবলী থেকে আমাদের রাজনৈতিক দলগুলোর মানসিকতার পরিবর্তন হবে, অতীত থেকে শিক্ষা গ্রহন করবে। আওয়ামীলীগ এর নির্বাচনী উক্তি ছিল "দিন বদলের শপথ নিন"। নির্বাচনের আগে ভরি ভরি স্বপ্ন দেখানো, প্রতিজ্ঞা ছিল বাংলাদেশ কে বদলে দেবার এবং সোনার বাংলাদেশ গড়ার। সরকারের প্রায় ৩ বছর হয়ে গেলেও সোনার বাংলাদেশের ছিটাফোঁটাও দৃশ্যমান না।

মাননীয় প্রধানমন্ত্রী,

জানি জনগণের স্বদিচ্ছা ছাড়া প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ বা সরকার একাই সব কিছু বদলে দিতে পারবে না। কিন্তু প্রতিশ্রুত সোনার বাংলাদেশ না হোক অন্তত বসবাসযোগ্য, দুর্নীতিমুক্ত ও সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী ১৬ কোটি বাঙ্গালির নিকট দায়বদ্ধ। সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সরকার গঠন করেও আপনের অঙ্গীকার বাস্তবায়নের উপসর্গ প্রতীয়মান না। ডিজিটাল বাংলাদেশ ও ভিসন ২০২১ এর কোন লক্ষ্যমাত্রা, পদক্ষেপ কোন কিছু আজও প্রকাশিত না। আমরা আর এমন দুঃসংবাদ শুনে দিন শুরু করতে চাই না। আমরা শুনতে চাই—

• দুর্নীতিগ্রস্ত শীর্ষ ১০০ রাষ্ট্রের মধ্যে বাংলাদেশকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
• পুলিশ বিভাগ বাংলাদেশের শীর্ষ সেবা প্রদান কারী সংস্থা, জনগণের আস্থা ১০০%।
• গত তিন মাসে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত শূন্য (০)।
• সরকারী ও বিরোধী দলের মধ্যে সমঝোতা, আর নয় হরতাল, বিপরীত দলকে সন্মান প্রদর্শন।
ইত্যাদি ইত্যাদি ।

খবরের কাগজের প্রথম পাতায় আর কোন নেতিবাচক খবর দেখতে চাই না। বলতে চাই না পারলেন না দেশপ্রেমিক প্রধানমন্ত্রী সোনার বাংলাদেশ গড়তে । প্রতিদিন সকালে এক গুচ্ছ ইতিবাচক খবর শুনে নতুন উদ্যমে এগিয়ে যেতে চাই।