প্রধানমন্ত্রীর বক্তব্য ও আমার ভাবনা

অনিরুদ্ধ আনজির
Published : 24 Feb 2012, 02:33 PM
Updated : 24 Feb 2012, 02:33 PM

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই সাংবাদিককে নিজেদের ঘরে মারা হয়েছে। সরকারের পক্ষে কারও বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়।

প্রধান মন্ত্রীর এই বক্তব্য আমাকে ব্যাথিত করেছে। প্রধান মন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য মানুষ আশা করেনি- আমিও করি না।
পৃথিবীতে কোন দেশেই সাধারণ নাগরিকের বেডরুম সরকার পাহারা দেয়না। আমাদের দেশেও মানুষ এটা আশা করে না। মানুষ চায় শান্তিময় জীবন- নিরাপদ জীবন।
প্রতিটা নাগরিককে নিরাপদ পরিবেশে রাখার দায়িত্ব রাষ্ট্রের- সরকারের।
সরকার সে পরিবেশ তৈরী করবে।

প্রধান মন্ত্রীর এই বক্তব্যে কিছু প্রশ্ন সামনে চলে আসে।
-মানুষ কখন পাহারাদার রাখে?
: যখন সে নিজেকে নিরাপদ মনে করেনা।
– কখন মানুষ নিজেকে নিরাপদ মনে করেনা?
: যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

তাই পাহরাদার রাখা সমাধান নয়- আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাই প্রকৃত সমাধান।

এই সরকারকে আমরা যারা তরুণ- তারাই বেশি সমর্থন করেছিলাম। আমরা আশা করেছিলাম- বিগত সরকারী আমলের মত এ সরকার চলবেনা। কিন্তু আমরা হতাশ হয়েছি। আরো বেশি হতাশ হই, যখন সরকার প্রধান এমন বক্তব্য দেন।
এই বক্তব্যে সাধারণ মানুষ হতাশ হয়েছে। আর খুনিরা পেয়েছে উৎসাহ।

তাই প্রধান মন্ত্রীর কাছে একজন সাধারণ মানুষ হিসেবে- একজন নাগরিক হিসেবে অনুরোধঃ

আমাদের হতাশ করবেনা। আমাদের আলো দেখান। এমন বক্তব্য দেবেন না- যে বক্তব্যে মানুষ নিজেকে অনিরাপদ মনে করে।
আমরা শান্তিতে থাকতে চাই- নিরাপদ জীবন চাই।