“জাতীয় শিক্ষানীতি ২০১০ এর চরম লংঘন”

আনওয়ার
Published : 27 Nov 2011, 04:51 AM
Updated : 27 Nov 2011, 04:51 AM

বিবিএ শিক্ষাকোর্সের অযাচিত টিউশন ফি বৃদ্ধির প্রতিবাদে ও শিক্ষাপোকরণ পাওয়ার দাবীতে সমাবেশ মানব-বন্ধন ময়মনসিংহ বা.কৃ.বি টিউটোরিয়াল সেন্টারে বিবিএ শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে মাসকান্দা বাউবি আঞ্চলিক ক্যাম্পাসে বিগত ২৫.১১.১১ ইং সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত মানব বন্ধনের আয়োজন করে। বা.কৃ.বি -বি বি এ শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস ফোরাম এর আহবানে বিবিএ ছাত্র সমাবেশে ৬ দফা সম্বলিত দাবীনামা বাউবি আঞ্চলিক পরিচালক এর নিকট পেশ করা হয়। বঞ্চিত শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে: অযাচিত বর্ধিত ফি অবিলম্বে প্রত্যাহার, প্রতি সেমিস্টারে ২৪টি ক্লাস নির্ধারণ, নির্দিষ্ট সময়ে পরীক্ষা অনুষ্ঠান ও ৩ মাসের মধ্যে ফলাফল প্রকাশ, অ্যাসাইনমেন্টে ৪০ নম্বর মার্কস প্রবর্তন, ইন্টার্নিশীপের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ, যাবতীয় পাঠ্যক্রমের শিক্ষাপোকরণ বাউবি কর্তৃক সরবরাহ করা। দাবী না মানলে বৃহত্তর কর্মসূচীর সিদ্ধান্তসহ আগামী ২রা ডিসেম্বর /২০১১ সকাল ১০ টায় বাউবি মাসকান্দা আঞ্চলিক ক্যাম্পাসে সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। এ ছাড়াও সকল অঞ্চলের বাউবি বিবিএ শিক্ষার্থীদের স্বাক্ষর সংগ্রহ, কেন্দ্রীয় সংগঠন তৈরী, বাউবি কেন্দ্রাভিমূখে অবস্থান আন্দোলন জোরদার করা হবে। বিবিএ শিক্ষাকোর্সটি যেহেতু অভিনব এবং আধুনিক ধারার শিক্ষা ব্যবস্থা সেহেতু, যোগ্য বাণিজ্যিক প্রশাসক গড়ে তোলার লক্ষ্যে কর্তৃপক্ষের যথাযথ মনোযোগ ও জাতীয় শিক্ষানীতি-২০১০ এর পূর্নাঙ্গ প্রতিফলন একান্ত প্রয়োজন। সভায় আগামীদিনের সকল কর্মসূচীতে স্বতস্ফুর্ত অংশ গ্রহণের জন্য যৌক্তিক দাবী সমূহ বাস্তবায়নে সরকারের আন্তরিকতার আহ্বান জানিয়ে আন্দোলনকে সমর্থন ও বেগবান করার উৎসাহ ব্যাঞ্জক বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রান্টের ময়মনসিংহ শহর শাখার সহ সভাপতি কমরেড নাহিদ হোসেন। আগামী কর্মসূচীতে সকল সংশ্লিষ্টগণকে যথাযথ সময়ের মধ্যে সারওয়ার জাহান-০১৭১৬৯৬৫৭৭৩, আনওয়ারুল মুকীত-০১৯২৭৮৭২৮৪৮, সজীব সরকার-০১৭২২৮৯৩৫৯৮, চিন্ময় দেবনাথ সাগর-০১৯১১৬৯২২৭৮ এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।

ছবির ক্যাপশন: বাউবি/ বিবিএ প্রোগ্রামে টিউশন ফি বৃদ্ধির প্রতিবাদে ও শিক্ষাউপকোরন সরবরাহের দাবীতে মাসকান্দা আঞ্চলিক কার্যালয়ের সামনে মানববন্ধন।