ভ্যালেন্টাইন পূর্বাভাস: মোড়ে মোড়ে ফুলের দোকান আর রোমিওদের ভীড়…

অন্যমাত্রা
Published : 13 Feb 2011, 02:38 PM
Updated : 13 Feb 2011, 02:38 PM

আগামী দিন ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস…ভলোবাসা দিবসকে উপলক্ষ্য করে, পাড়া মহল্লার রাস্তার মোড়ে মোড়ে আর ফুটপাথ জুড়ে ফুলের দোকানের সমাহার। বিক্রেতা হিসেবে এলাকার রোমীয় গোছের ভাই-ব্রাদার। সকাল থেকেই এলাকার মৌসুমী ফুল বিক্রেতারা ফুলের পসরা সাজাতে ব্যস্ত দেখা গেছে। আর বিকেলের আলো প্রকৃতিতে নেমে আসতেই টেবিল-চেয়ার সাজিয়ে বসে আছে ভালোবাসার ফুল বিক্রেতারা।

এক ফুল বিক্রেতার সাথে কথা বলে জানা গেলো, আজ বিক্রি তেমন একটা নেই, বিক্রি হবে আগামী কাল। তাহলে আজই কেন দোকান সাজিয়ে বসা, এর উত্তরে বিক্রেতা জানালো- আজকে না বসলে কাল জায়গা পাওয়া যাবে না, এছাড়া ফুল এন রেখিছি কালকে ফুলের দোকানে ফুল পাওয়া যাবে না। দামও বেশী নেবে। ফুল বিক্রির নির্ধারিত কোন দাম নেই, যার কাছ থেকে যে ভাবে দাম নেয়া যাচ্ছে। তবে ১০ থেকে শুরু করে ২৫/৩০ টাকা করে গোলাপ বিক্রি হচ্ছে। অনেক দোকানে ক্রেতার চেয়ে রোমীয় বিক্রেতার ভীড় দেখা গেছে।

এখানে নারায়ণগঞ্জের গোদনাইল চৌধুরী বাড়ি এলাকার ভ্যালেন্টাইন পূর্বাভাস বর্ণনা করা হলো…