সিটিজেন জার্নালিজম বিষয়ে ব্লগারদের ধারণা শীর্ষক ওয়ার্কশপ -এ আমি আসছি…ইনশাআল্লাহ, আপনি আসছেন তো?

অন্যমাত্রা
Published : 17 March 2011, 12:13 PM
Updated : 17 March 2011, 12:13 PM

প্রিয় ব্লগার,
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম ব্লগ আয়োজিত সিটিজেন জার্নালিজম বিষয়ে ব্লগারদের ধারণা শীর্ষক ওয়ার্কশপ -এ আমি অংশ গ্রহনের ইচ্ছে পোষন করেছি…আপনি আসছেন তো?

ওয়ার্কশপে তিনটি সেশনে নিম্নলিখিত বিষয়গুলো উপস্থাপন করা হবেঃ
১. সিটিজেন জার্নালিজম: ব্লগিং এর ভূমিকা ও গুরুত্ব

২. সিটিজেন জার্নালিজম: বাংলাদেশ প্রেক্ষিত

৩. সিটিজেন জার্নালিজম: প্রযুক্তি সমন্বয়

সময়ঃ সকাল ১০:০০ টা – দুপুর ১:০০টা
স্থানঃ বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম কার্যালয়, ৯৯ মহাখালী বা/এ, (পঞ্চম তলা), ঢাকা-১২১২,(আমতলী বনভবন সংলগ্ন)

আলোচকদের পাশাপাশি উপরোক্ত বিষয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি, মতামত এবং পরামর্শ আমাদের একান্ত কাম্য। 'সিটিজেন জার্নালিজম' এর একটা রূপরেখা ও প্রশিক্ষণ পদ্ধতি তৈরীতে এই ওয়ার্কশপ প্রাথমিক একটা ধারণা প্রদান করবে নিঃসন্দেহে।

আসুন আমাদের সকলের অংশ গ্রহনে এই ওয়ার্কশপ উৎসব মূখর হয়ে উঠুক…