আপেক্ষিকতা ও নীরবতা

আবদুল আউয়াল
Published : 9 June 2017, 05:04 PM
Updated : 9 June 2017, 05:04 PM

পৃথিবীর সব চেয়ে কালো মানুষটিও তার প্রিয় মানুষের চোখে সুন্দর। আবার সব চেয়ে ফরসা মানুষটিও কারো চোখে শ্বেতাঙ্গ রোগী। পৃথিবীর সব কিছুই আপেক্ষিক। সফলতা, ব্যর্থতা সব আপেক্ষিক। হাজার ব্যর্থ হয়ে কেউ বলে আমি সফল হওয়ার হাজার উপায় খুঁজে পেয়েছি, আবার হাজার বার সফল হয়ে কেউ বলে মূল বিষয়টা কোথায় যেন অধরাই থেকে গেল।

অতিকষ্টে এভারেস্টের চূড়ায় উঠার পর কেউ আত্মতুষ্টিতে চিৎকার করে বিজয় উল্লাসে,  আবার কেউ সব চেয়ে কম সময়ে এভারেস্টের চূড়ায় উঠতে না পারার জন্য আক্ষেপ করে নিজেকে ব্যর্থদের দলভুক্ত করে।

চুরির জিনিসের ভাগ পাওয়া লোকের কাছে অন্যায়ের প্রতিবাদকারীকেই সব চেয়ে বাইক্যা মানুষ মনে হয়, আবার সেই দুনিয়ার সব চেয়ে বাইক্যা মানুষই একটা অন্যায় বন্ধ করতে পেরে আত্মতৃপ্তিতে ভোগে।

নীরবতা সম্মতির লক্ষণ এই বাক্য অনেকেই জানি। সামনে একজন দুর্নীতি করছে, আর একজন প্রতিবাদ করছে, আপনি নীরব আছেন। মিলিয়ন ডলারের প্রশ্ন, সম্মতি আপনার কোন দিকে? যে দুর্নীতি করছে তার দিকে নাকি যে প্রতিবাদ করছে তার দিকে?